শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেব-অঙ্কুশ-মিমির মধ্যে কাদা ছোড়াছুড়ি, ইঙ্গিতপূর্ণ পোস্ট জিতের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫, ০২:৪৭ পিএম

শেয়ার করুন:

দেব-অঙ্কুশ-মিমির মধ্যে কাদা ছোড়াছুড়ি, ইঙ্গিতপুর্ণ পোস্টে জিতের

দুর্গাপূজার আনন্দকে আরও বাড়িয়ে তুলতে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেব, অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তীর মতো তারকার ছবি। সিনেমা মুক্তির আগে আটঘাট বেঁধে প্রচারণায় নেমেছিলেন  ‘রঘু ডাকাত’, ‘রক্তবীজ ২’, ‘দেবী চৌধুরাণী’ এবং ‘যত কাণ্ড কলকাতায়’-এর অভিনয় শিল্পীরা। তাতে কেউ কেউ সাফল্যও পেয়েছে। 

তবে ছবি মুক্তির পর দূরত্ব তৈরি হয়েছে ছবিগুলোর প্রয়োজনা সংস্থা এবং নায়ক-নায়িকাদের মধ্যে। একজন অন্যজনের সঙ্গে যেন বাকযুদ্ধ ঘোষণা করেছেন। প্রতিদ্বন্দ্বী ছবির কালেকশনকে ‘ভুয়া’ বলে দাগিয়ে দিতেও ছাড়ছেন না কেউ কেউ। টলিউড সিনেমার এমন সফাল্যেকে পাশ কাঁটিয়ে এখন বেশি আলোচনা সিনেমা নিয়ে অসুস্থ প্রতিযোগিতা। 

Raghu-Dakat-vs-Raktabeej-2.jpg

কাদা ছোড়াছুড়ির এই প্রতিযোগিতা মোটেও ভালোভাবে নেননি টলিউড সুপারস্টার অভিনেতা জিৎ। সামাজিকমাধ্যমে এক ইঙ্গিতপূর্ণ পোস্টে তেমনটিই জানিয়েছেন এই অভিনেতা। সম্প্রতি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জিৎ লিখেছেন, ‘আমাদের সবার উচিত নিজের পেশার প্রতি সম্মান এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদার বিষয়ে সতর্ক থাকা।’ 

এর বেশি আর একটি শব্দও খরচ করেননি তিনি। অনেকে মনে করছেন, ‘রঘু ডাকাত’, ‘রক্তবীজ ২’, ‘দেবী চৌধুরাণী’ এবং ‘যত কাণ্ড কলকাতায় চারটি ছবি নিয়ে তৈরি হওয়া রেষারেষি থামাতেই তাঁর এই আবেদন। যদিও জিতের পোস্টেও ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। তবে নেতিবাচক মন্তব্যে কোনো জাবাব দেননি জিৎ। 

টলিউডের সুপারস্টারের আসন্ন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অক্টোবর মাস থেকে কলকাতা, ঝাড়খণ্ড -এর বিভিন্ন লোকেশনে ছবির শুটিং শুরু হবে। 

ইএইচ/ 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর