মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অঙ্কুশের ওপর ঝাঁপিয়ে পড়লেন নারীরা, আহত ১! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮ এএম

শেয়ার করুন:

অঙ্কুশের ওপর ঝাঁপিয়ে পড়লেন নারীরা, আহত ১! 

মুক্তিপ্রাপ্ত ‘রক্তবীজ ২’ সিনেমায় ব্যতিক্রম একটি চরিত্রে দেখা গেছে অঙ্কুশ হাজরাকে। মুক্তির প্রহর থেকে সিনেমা হলে যাচ্ছেরন অভিনেতা। তাকে সামনে থেকে দেখে তর সইছে না নারী ভক্তদের। পড়ছেন ঝাপিয়ে। এমন অবস্থায় সামলাতে না পেরে আহত ছবির কাহিনি-চিত্রনাট্যকার জিনিয়া সেন।

ভারতীয় সংবাদমাধ্যমকে জিনিয়া নিজেই জানিয়েছেন। তিনি বলেন, “মেয়েরা অঙ্কুশকে দেখে ঝাঁপিয়ে পড়ছেন। মাঝখান থেকে আমার হাত জখম! কব্জির হাড় ফুলে গিয়েছে।”


বিজ্ঞাপন


ছবিতে খলনায়ক ‘মুনির আলম’চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুশ। জিনিয়ার মন্তব্যের পরিপ্রেক্ষিতে অঙ্কুশ বলেন, “নন্দিতাদি-শিবুদার ছবির এটাই ম্যাজিক।” এদিকে মুক্তি পেয়েছে ‘রঘু ডাকাত’ নামের আরও একটি সিনেমা। এ নিয়ে তিনি বলেন, “আমাদের কারও মধ্যে কোনও লড়াই নেই। আমরা সবাই বাংলা ছবির উন্নতি চাই। চারটি ছবি ভালো ব্যবসা করুক।”

এদিকে ‘রক্তবীজ ২’-এ মারকাটারির পাশাপাশি মোহনীয় লুকে দেখা গেছে দুষ্টু কোকিল মিমি চক্রবর্তীকে। তিনি সিনেমার বিশেষ প্রদর্শনীতে এসেছিলেন বাবাকে নিয়ে। তার কথায়, “মা হিমাচল প্রদেশে। এখন বাবা আমার সঙ্গী।” জানালেন, ছবির ফলাফল ইতিবাচক, তিনিও আশাবাদী।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর