রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিকিনিতে ধরা দিলেন মিমি, ‘রক্তবীজ ২’-এ থাকছে চমক 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

বিকিনিতে ধরা দিলেন মিমি, ‘রক্তবীজ ২’-এ থাকছে চমক 

টলিউডের অন্যদের চেয়ে আলাদা মিমি চক্রবর্তী। পর্দায় চুম্বনেও অনীহা তার। এবার সেই মিমি ধরা দিলেন বিকিনিতে। সামাজিক মাধ্যমে এভাবেই নিজেকে মেলে ধরেছেন দুষ্টু কোকিল। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

নীল অন্তর্বাসে সাগরের নীল জল থেকে উঠে আসছেন মিমি। দেখে মনে হতে পারে জলপরী। জলে ভেজা স্বল্প বসনা মিমিকে দেখে কুপোকাৎ নেটাগরিকরা। কেউ লিখেছেন, “আগুন।” কারও আবার মন্তব্য, “চোখ ফেরানো যাচ্ছে না।”


বিজ্ঞাপন


1753255315_mimi

পূজায় আসছে মিমির সিনেমা ‘রক্তবীজ ২’। ছবিতে পুলিশ কর্মকর্তার বেশে দেখা যাবে মিমিকে। তাই নিয়ে উচ্ছ্বসিত অনুরাগী। তার মধ্যে নীল বিকিনিতে নায়িকাকে পাওয়া যেন বাড়তি পাওনা হতে যাচ্ছে তাদের জন্য। 

ছবির দৃশ্যধারণ করা হয়েছে ব্যাংককে। সামাজিক মাধ্যমে সে ঝলকও দেখা গেছে। জানা গেছে এ ছবিতে নাকি মিমিকে আরও মারকুটে দেখা যাবে। নিজের স্টান্ট নিজেই করেছেন নায়িকা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর