শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রতারণার অভিযোগে অভিনেতার গৃহকর্মী গ্রেফতার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

প্রতারণার অভিযোগে অভিনেতার গৃহকর্মী গ্রেফতার

মোটা অঙ্কের আর্থিক প্রতারণার শিকার হয়েছেন দক্ষিণী সুপারস্টার অভিনেতা সর্বনন শিবকুমারের নিরাপত্তা কর্মী। সর্বনন শোবিজ অঙ্গনে সূর্য নামে অধিক পরিচিত। এ তারকার নিরাপত্তা কর্মী থেকে প্রায় অর্ধকোটি রুপি আত্মসাৎ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।  

প্রতারণার চক্রের মুল হোতা অভিনেতার গৃহকর্মী ও তাঁর ছেলে। এই ঘটনায় চেন্নাই থেকে ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের হাতে চেন্নায়ের বেশি কিছু পরিবার প্রতারণার শিকার হয়েছেন। যাদের মধ্যে অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীও রয়েছেন।

469137998_1090140135845676_553556842684650681_n
 
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সূর্যর গৃহকর্মী এবং তাঁর ছেলে অভিনেতার ব্যাক্তিগত নিরাপত্তা কর্মী অ্যান্থনি জর্জ প্রভুকে একটি প্রকল্পে বিনিয়োগের জন্যে উৎসাহিত করেছিলেন। এরপর তাঁর আস্থা অর্জনের জন্য ১ লাখ রুপি বিনিয়োগের বিনিময়ে ৩০ গ্রাম সোনা ফেরত দেয়। এরপর অভিনেতার নিরাপত্তা কর্মী এই বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে প্রায় ৪২ লক্ষ টাকা বিনিয়োগ করেন। 

মার্চ মাসে অ্যান্থনি প্রভু বিনিয়োগের অর্থ ফেরত চাইতে শুরু করলে, অভিযুক্তরা ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান। পরে তদন্তে জানা যায় যে পরিবারটি আরও কয়েকজনকে লক্ষ্যবস্তু করার জন্য একই কৌশল ব্যবহার করেছিলেন এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ প্রতারণা করেছেন। 


বিজ্ঞাপন


tnm%2Fimport%2Fsites%2Fdefault%2Ffiles%2FSuriya_Instagram

দক্ষিণী সুপারস্টার অভিনেতা সুরিয়াকে শেষবার দেখা গিয়েছিল ‘রেট্রো’ ছবিতে। এই সিনেমায় অভিনেতার বিপরীতে ছিলেন পূজা হেগড়ে। এছাড়া আরও অভিনয় করেছেন, জোজু জর্জ, নাসার, জয়রাম প্রমুখ। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর