শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুই যুগে প্রথমবার আমেরিকা সফরে ‘অর্থহীন’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

দুই যুগে প্রথমবার আমেরিকা সফরে ‘অর্থহীন’

বাংলা সংগীতের ‘বেসবাবা’ খ্যাত কণ্ঠশিল্পী সালেহীন খালেদ সুমন। দুই যুগেরও বেশি সময় ধরে ‘অর্থহীন’ ব্যান্ডের ভোকাল হিসেবে যুক্ত রয়েছেন তিনি। দীর্ঘ এ পথ চলায় শ্রোতাদের উপহার দিয়েছেন ৯টি অ্যালবাম। বছর নয় আগে সুমনের ক্যানসার ধরা পড়লে থমকে যায় ব্যান্ডের পথচলা। সেই মরুময় প্রান্তর মাড়িয়ে আবারও সগৌরবে উড়ছে ‘অর্থহীন’।  

দেশে-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অগণিত ভক্ত অনুরাগী। দেশের বিভিন্ন প্রান্তে গান ছড়িয়ে দিলেও বিদেশের মাটিতে গান গাওয়া হয়নি ‘অর্থহীন’-এর। মাঝে বিদেশ সফরের উদ্যোগ নিয়েছিলেন বেসবাবা। তবে শারীরিক জটিলতায় শেষ পর্যন্ত তাও ভেস্তে যায়। 


বিজ্ঞাপন


এবার সব বাঁধা কাটিয়ে শুরু হচ্ছে নতুন অধ্যায়। একমাসের সফরে আমেরিকায় পাড়ি জমাচ্ছেন সালেহীন খালেদ সুমন ও তার দল। জানা গেছে, ২৫ অক্টোবর, বোস্টন থেকে শুরু হবে যুক্তরাষ্ট্র সফর। ১ নভেম্বর ভার্জিনিয়া, ২ নভেম্বর নিউইয়র্ক, ১৪ নভেম্বর হিউস্টন, ১৬ নভেম্বর ডালাস ও ২২ নভেম্বর ইন্ডিয়ানাতে গাইবেন তারা। 

1699589883-16eb08b20d81b4f997e0b2143fef487c

আয়োজকরা জানিয়েছেন, আরও কিছু শহরে শো যোগ হতে পারে। পুরো সফরের আয়োজন করছে মিউজিক বাংলা ও ভেরিতাস ইভেন্টস। বর্তমানে অর্থহীনের লাইনআপ– সুমন (কণ্ঠ ও বেজ গিটার), মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী (গিটার)। 


বিজ্ঞাপন


দীর্ঘ ছয় বছরের বিরতির পর ২০২২ সালে প্রকাশিত হয় ‘ফিনিক্সের ডায়েরি’ অ্যালবাম। এই অ্যালবামের আটটি গান ব্যাপক জনপ্রিয় অর্জন করে। এর পর থেকে ভক্তরা অপেক্ষা ছিল কবে আসবে ‘ফিনিক্সের ডায়েরির’নতুন গান। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ‘অর্থহীন’ ব্যান্ড জানিয়েছে, অক্টোবর মাসে প্রকাশিত হবে ‘ফিনিক্সের ডায়েরি-২’।  

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর