রোমান্টিক ও অ্যাকশন সিনেমা নির্মাণে সিদ্ধহস্ত নির্মাতা রায়হান রাফী। এবার নতুন জনরার সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন এই নির্মাতা। অর্থহীন ব্যান্ডের সংগীতশিল্পী সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্প ‘আন্ধার’ সিনেমা দিয়ে নিজেকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরবেন রাফী।
সিনেমার গল্প প্রসঙ্গে ক্রিপটিক ফেইটের শাকিব বলেন, ‘এটা হচ্ছে আমার এবং সুমন ভাইয়ের ড্রিম প্রজেক্ট। এর উৎপত্তি হয়েছিল ভৌতিস্ট অনুষ্ঠানটি করার সময়। অদ্ভুত, অতিপ্রাকৃত ও অসাধারণ গল্প সুমন ভাই, জিবরান ও আমার খুব পছন্দ। ওইখান থেকেই ভৌতিস্টের জন্ম। আমরা অনুষ্ঠানটিতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা বলতাম। সে সময় এই গল্পটা আমার মাথায় এসেছিল। পরিকল্পনা ছিল সিনেমা নির্মাণের। কিন্তু কাজটা আগায়নি। কারণ, সুমন ভাই অসুস্থ হয়ে পড়েছিলেন। সেটা আবার মাথাচাড়া দিয়েছে এখন।’
বিজ্ঞাপন
শোনা যাচ্ছিল রাফীর আসন্ন সিনেমা নাম ‘সেয়ানা’। তবে গল্পের লেখক ও চিত্রনাট্যকার জানিয়েছেন এই ছবির নাম ‘আন্ধার’। শাকিবের কথায়, “আন্ধার’ সিনেমার মূল গল্প লিখেছি আমি এবং আদনান আদিব খান। আর গল্পের গুরুত্বপূর্ণ ২০ ভাগ সুমন ভাইয়ের। আমরা পশ্চিমা দেশের মতো হরর গল্প দেখাতে চাই না। সেখানে ইমোশনাল কিছু থাকে না। আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হরর গল্প দেখাতে চাই। যেখানে হরর, মিস্ট্রি, থ্রিলার, মার্ডার, ইমোশন থাকবে। এখানে চরিত্রগুলো আমাদের মতোই হবে। কিন্তু মেকিংটা হবে আন্তর্জাতিক মানের।’
গানের মানুষ হয়ে সিনেমায় জড়ানো প্রসঙ্গে শাকিব চৌধুরী বললেন, “এখন বাংলাদেশে খুব ভালো কাজ হচ্ছে। আমরা যে ধরনের কাজ করতে চাই এখন সেই ধরনের কাজ করা সম্ভব। যেটা পাঁচ-ছয় বছর আগেও আমাদের দেশে সম্ভব ছিল না। সময়ের সঙ্গে দেশের সিনেমার দৃশ্যপট পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটাই আমাদের সাহস জুগিয়েছে। ‘আন্ধার’ আমাদের অনেক সাহসী একটা প্রজেক্ট। এই জনরার সিনেমা বাংলাদেশে এর আগে হয়নি।”
রাফীর আসন্ন সিনেমাটিতে কাজ করার ব্যাপারে সম্মতি জানিয়েছেন সিয়াম আহমেদ। সিয়াম ছাড়াও এ সিনেমায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। তবে সিনেমাটির নায়িকা কে হবেন তা এখনও নিশ্চিত নয়। ‘২২১ বি’ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। সব ঠিক থাকলে আগামী মাসেই সিনেমাটির শুটিং শুরু হতে পারে।
ইএইচ/

