মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইয়ুব বাচ্চুর সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন ‘বেসবাবা’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ০৫:০৯ পিএম

শেয়ার করুন:

আইয়ুব বাচ্চুর সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন ‘বেসবাবা’
কোলাজ: ঢাকা মেইল

কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর মৃত্যুতে দেশ যেন নড়ে উঠেছিল। চোখের জলে সিক্ত হয়েছিলেন অনুরাগী ও দীর্ঘদিনের সহকর্মীরা। কষ্ট পেয়েছিলেন অনেকেই। তবে বেসবাবা সুমনের কষ্টের মাত্রা যেন অন্যরকম ছিল। 

আইয়ুব বাচ্চুর মৃত্যুর বেদনা যেন গ্রাস করে নিয়েছিল ‘অর্থহীনে’র ভোকালকে। জীবদ্দশায় আইয়ুব বাচ্চুর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না সুমনের। এর সুরাহা হয়নি। সেই ঝুলে থাকা দ্বন্দ্বেই ছিল সুমনের অত্যাধিক বেদনার কারণ। ব্যান্ড সংগীতের এই দুই তারকার বিরোধের কথা সবাই জানেন। তবে তা কী নিয়ে ছিল— অনেকেই জানেন না। 


বিজ্ঞাপন


আইয়ুব বাচ্চুর সঙ্গে সুমনের দ্বন্দ্বের সুত্রপাত হয়েছিল ২০১৪ সালে। তবে এর বীজ বোপন করা হয়েছিল তারও দশ বছর আগে। ২০০৪ সালে ‘এলআরবি’র সাক্ষাৎকার নিয়েছিল ‘আনন্দধারা’ নামের ম্যাগাজিন। সেই সাক্ষাৎকারে আইয়ুব বাচ্চু বলেছিলেন, ‘এ দেশের ব্যান্ড মিউজিকে সুমন কিংবা অর্থহীনের কোনো অবদান নেই।’

Basebaba

এমন অপমানজনক মন্তব্যই ছিল দ্বন্দ্বের মূল কারণ। আইয়ুব বাচ্চুর সেই মন্তব্যের প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করেন এক দশক পর। ২০১০ সালে সুমন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে আইয়ুব বাচ্চুর মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। এটাকে তার যুদ্ধ বলে ঘোষণা দেন। এরপর বিরোধ যতদূর গড়িয়েছে তা দুজনের পাল্টাপাল্টি আক্রমণের ফসল ছিল। 

সম্প্রতি একটি অনুষ্ঠানে এ নিয়ে মুখ খোলেন সুমন। তিনি বলেন, ‘আমাদের দ্বন্দ্বটা ছিল ব্যক্তিগত। তিনি আমাকে নিয়ে কিছু বলেছিলেন। তার পরিপ্রেক্ষিতে আমি কাউন্টার দিয়েছিলাম। এভাবেই চলছিল। শেষমেশ এর আর সুরাহা হয়নি। তার আগেই বাচ্চু ভাই পৃথিবী ছেড়ে চলে যান। এই ঝুলে থাকা দ্বন্দ্বটাই আমাকে কষ্ট দেয়।’


বিজ্ঞাপন


AB

তিনি আরও বলেন, ‘আমাদের মাঝে ঝামেলা ছিল মানে এই নয় যে, আমি তার ক্যারিয়ার নিয়ে কথা বলব। তিনি একজন কিংবদন্তি মিউজিশিয়ান। তার মতো এমন একজন সংগীতজ্ঞ আমাদের জন্য গর্বের বিষয়।’ 

এ সময় আইয়ুব বাচ্চুর ভূয়সী প্রশংসা করেন সুমন। পাশাপাশি তার আত্মার শান্তি কামনা করেন। ব্যান্ড সংগীতে সুমনের যাত্রা শুরু হয়েছিল জেমসের মাধ্যমে। কিশোর বয়সে জেমসের ডাকে সাড়া দিয়ে তিনি যুক্ত হয়েছিলেন গানের জগতে।

আরআর/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর