শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিনেতা, যে আদেশ আদালতের  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিনেতা, যে আদেশ আদালতের  

ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আশিস কাপুরকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) পুনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার দিল্লির একটি আদালতে তোলা হয় অভিনেতাকে। তাকে দেওয়া হয় ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদ ও নানা পরীক্ষার জন্য স্থানীয় আদালতে চার দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় দিল্লি পুলিশ। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। বাজেয়াপ্ত করা হয় অভিযুক্ত অভিনেতার ফোন। শনিবার কপূরকে ফের দিল্লির তিস হাজারি আদালতে লিঙ্ক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পায়েল সিংহলের সামনে হাজির করা হয়েছিল। তিনিই আশিসকে আরও ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন।


বিজ্ঞাপন


জানা গেছে, গত ১১ আগস্ট একটি পার্টিতে আশিস এক নারীকে জোর করে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। ঘটনার পরপরই ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। দীর্ঘ অনুসন্ধানের পর গতকাল পুনে থেকে আশিসকে আটক করা হয়।

অভিযোগকারী প্রথমে পুলিশকে জানান, আশিসের পার্টিতে দুইজন ব্যক্তি তাকে ধর্ষণ করে। ৭ দিন পরে ১৮ আগস্ট বয়ান বদল করে তিনি জানান, আশিস একাই তাকে ধর্ষণ করেছে

অভিযোগকারিণীর দাবি অনুযায়ী, অভিনেতার বাড়ির কাছাকাছি একটি পার্টিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানেই তার ঠান্ডা পানীয়ে নাকি মাদক মিশিয়ে দেওয়া হয়। ওই নারী বেহুঁশ হয়ে পড়লে তাকে নাকি বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করেন আশিস। মহিলার শরীরে আঘাত করেন। এখানেই শেষ নয়। আশিস পুরো ঘটনা ভিডিওবন্দি করেন পরে ওই মহিলাকে ‘ব্ল্যাকমেল’ করবেন বলে। ১১ অগস্ট স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেন আক্রান্ত মহিলা। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ২ সেপ্টেম্বর পুণে থেকে গ্রেফতার করে আশিসকে।

আশিসের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘লাভ ম্যারেজ’, ‘প্রতিজ্ঞা ২’, ‘নন্দিনী’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক নাটক।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর