শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ধর্ষণের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ এএম

শেয়ার করুন:

ধর্ষণের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় অভিনেতা
আশিস কাপুর

ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আশিস কাপুরকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) পুনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১১ আগস্ট একটি পার্টিতে আশিস এক নারীকে জোর করে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। ঘটনার পরপরই ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। দীর্ঘ অনুসন্ধানের পর গতকাল পুনে থেকে আশিসকে আটক করা হয়। 


বিজ্ঞাপন


অভিযোগকারী প্রথমে পুলিশকে জানান, আশিসের পার্টিতে দুইজন ব্যক্তি তাঁকে ধর্ষণ করে। ৭ দিন পরে ১৮ আগস্ট বয়ান বদল করে তিনি জানান, আশিস একাই তাকে ধর্ষণ করেছে। 

514537177_10067481636669597_9168565718640428161_n

পুনে নর্থ থানা পুলিশ ভুক্তভুগীর অভিযোগের প্রেক্ষিতে একটি গণধর্ষণের মামলা রুজু করেছে। আশিসকে জিজ্ঞাসাবাদের পর অভিযোগের বিষয়ে স্পষ্ট হওয়া যাবে বলে ধারণা করছে পুলিশ। 


বিজ্ঞাপন


আগস্টের মাঝামাঝি ওই নারী বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। আশিসকে গ্রেফতার করতে কেন এত সময় ক্ষেপনের কারণ ব্যাখা দিয়ে পুনে নর্থের পুলিশ কর্মকর্তা রাজা বান্থিয়া বলেন, ‘অভিযোগের পর থেকে আশিস পালিয়ে বেড়াচ্ছিলেন। তবে তার গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। আশিস প্রথমে গোয়াতে যান। তারপর পুনেতে। সেখান থেকে পুলিশের জালে ধরা পড়েন আশিস।’

আশিসের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘লাভ ম্যারেজ’, ‘প্রতিজ্ঞা ২’, ‘নন্দিনী’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক নাটক।  

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর