ভারতীয় চলচ্চিত্রে ইতিহাস সৃষ্টিকারী সিনেমা ‘বাহুবলী’। প্রভাস ছাড়াও এ ছবির মাধ্যমে একাধিক অভিনয় শিল্পী পেয়েছেন তারকাখ্যাতি। তাদের মধ্যে অন্যতম রম্যাকৃষ্ণন। রাজমাতা শিবগামীর চরিত্রে তার দাপুটে অভিনয় মুগ্ধ করেছে দর্শককে।
জানেন কি চরিত্রটির জন্য পরিচালক এসএস রাজামৌলির প্রথম পছন্দ ছিলেন শ্রীদেবী? কিন্তু প্রযোজক স্বামী বনি কাপুরের অনীহায় ছবিটি করা হয়নি অভিনেত্রীর। এবার বনি জানালেন শিবগামী চরিত্রটি শ্রীদেবীর ফিরিয়ে দেওয়ার কারণ।

ইউটিউব চ্যানেলে ‘গেম চেঞ্জার্স’ -এ বনি কথা বলেছেন বিষয়টি নিয়ে। কম পারিশ্রমিকের কারণে অভিনেত্রী ‘বাহুবলী’তে যুক্ত হননি বলে জানান বনি কাপুর।
তার কথায়, ‘রাজামৌলির সঙ্গে ছবিটি (বাহুবলী) হয়নি, কিন্তু আমার কাছে এখনও তার মেসেজ আছে যেখানে তিনি লিখেছেন যে তিনি শ্রীদেবীকে একজন অভিনেত্রী হিসেবে পছন্দ করেন, কিন্তু তার সঙ্গে কথা বলা শেষে তার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। কারণ তিনি অনেক ভালো পরামর্শ দিয়েছিলেন। প্রযোজকদের তৈরি বিভ্রান্তির কারণে তিনি সেই ছবিতে কাজ করেননি।

এরপর বনি বলেন, ‘রাজামৌলি আমাদের বাড়িতে এসেছিলেন এবং ছবিটি নিয়ে কথা বলেছিলেন। যখন তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন, প্রযোজকরা তাকে ‘ইংলিশ ভিংলিশ’-এর চেয়ে কম টাকা দিতে চেয়েছিলেন। তিনি কোনো সংগ্রামী অভিনেত্রী ছিলেন না; তার কাছ থেকে তারা লাভবান হচ্ছিল… যার মধ্যে হিন্দি ও তামিল উভয় ভাষাতেই কিছু সুবিধা ছিল। আমি কেন আমার স্ত্রীকে এমনটা করতে চাইব?’
২০১৫ সালে মুক্তি পায় বাহুবলী। ২০১৮ সালে মারা যান শ্রীদেবী। সে বছরের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের এক হোটেলে বাথটবে ডুবে মৃত্যু হয় অভিনেত্রীর।

