শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জেমসকে কেন ‘গুরু’ ডাকা হয়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ এএম

শেয়ার করুন:

জেমসকে কেন ‘গুরু’ ডাকা হয়
মাহফুজ আনাম জেমস

ঝাকড়া চুলের বাবরি দোলানো গানের পুরুষ মাহফুজ আনাম জেমস। দেশের একমাত্র আন্তর্জাতিক মানের রকস্টার। ভালোবেসে অনুরাগীরা তাকে ‘গুরু’ বলে ডাকেন। উপমহাদেশজুড়ে অসংখ্য ভক্ত তার।

তবে অনেকেই হয়তো জানেন না, কেন তাঁকে ‘গুরু’ নামে ডাকা হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বেসরকারি টেলিভিশনের লাইভ সংগীত অনুষ্ঠানের অংশবিশেষ  ভাইরাল হয়েছে। ওই অনুষ্ঠানে সরাসরি মোবাইলের মাধ্যমে ভক্তদের কথা শুনছিলেন জেমস। ভাইরাল ভিডিওতে এক নারী ভক্তকে বলতে শোনা যায়, ‘‘আপনি শুধু বাংলাদেশের ‘গুরু’ নন। সারাবিশ্বে বাংলা গানের গুরু।’’

james_d

এরপর ওই ভক্ত মিতভাষী জেমস কে জিজ্ঞেস করেন- আপনি কি জানেন কেন আপনাকে ‘গুরু’ ডাকা হয়? এক কথা শুনে মৃদু হাসি দিয়ে জেমস বলেন- ‘না’। তখন ওই নারী ভক্ত ‘গুরু’ ডাকার ব্যখ্যা দিয়ে বলেন, ‘আপনি যখন চিৎকার করে গান করেন মনে হয় সিংহের গর্জন দিচ্ছেন। সিংহ হচ্ছে বনের রাজা, আপনি বাংলা গানের রাজা।’ ভক্তের কথা শুনে হৃদয় নিংড়ানো হাসি দিয়ে ধন্যবাদ জানান জেমস।

ভক্তরা জেমস কেন ‘গুরু’ বলে ডাকেন, এ বিষয়ে বছর দুই আগে গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘গুরু মানে যিনি সবকিছু জানেন। আমি তেমন কিছুই না। ভালোবেসে তারা হয়তো আমাকে গুরু নামে ডাকেন।’ 

james_s

এরপর তিনি যোগ করেন, ‘কবে থেকে আমাকে গুরু নামে ডাকা শুরু হয়েছে জানি না। কেন ডাকে তাও বলতে পারি না। হয়তো ভালোবেসে ডাকে।’

চর দশকের বেশি সংগীত জীবনে কণ্ঠ দিয়েছেন বাংলা, হিন্দি সিনেমার গানসহ আটটি একক অ্যালবামে। এরমধ্যে ‘ভিগি ভিগি’, ‘কবিতা…’, ‘ছেলে আমার বড় হবে’, ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’ গানগুলো তুমুল জনপ্রিয়।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর