টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আয়োজিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক পড়ে। এ সময় মোবাইল চোরচক্রের হাত থেকে রেহাই পাননি গণমাধ্যমকর্মীরাও।
গতকাল মঙ্গলবার (১৩ মে) রাতে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে চুরির ঘটনা ঘটে। এছাড়াও কয়েকজন নারীকে শ্লীলতাহানির অভিযোগও উঠেছে।
বিজ্ঞাপন
_(1)_20250514_170253778.jpg)
মঙ্গলবার ট্রফি উন্মোচন শেষে জেমসের কনসার্ট উপলক্ষে বিকেল থেকেই ঢল নামে টাঙ্গাইল স্টেডিয়ামে। পরে রাত ৯টার দিকে জেমস মঞ্চে ওঠেন। সংগীতের মূর্ছনায় টাঙ্গালের দর্শকদের মাতোয়ারা করেন। এ সময় দর্শক ভিড়ে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। তবে কনসার্টের এক পর্যায়ে কয়েকশ মোবাইল চুরি যাওয়ার ঘটনা ঘটে।
শিল্পীদের রাজনীতিতে যোগ দেওয়া উচিত না: জেমস
এদিকে কয়েকজন নারীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ফেসবুকে অনেকেই পোস্ট করছেন। এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে টাঙ্গাইল জেলায় ।
বিজ্ঞাপন

ভুক্তিভোগী কয়েকজন নারীর অভিযোগ করেন আয়োজক কমিটি যথাযথ দায়িত্ব পালন করেনি। বিশেষ করে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কারণে হিমশিম খেতে হয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি৷ এতে করে অনেক শ্রোতা ঠিকমতো কনসার্ট উপভোগ করতে পারেননি।
চট্টগ্রামে 'গালা নাইট' কনসার্টে মঞ্চ মাতালেন জেমস
স্থানীয়রা জানান অনেক গণমাধ্যমকর্মী আয়োজক কমিটির বাধার কারণে স্টেডিয়ামে প্রবেশ করতে পারেননি।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল৷ মোবাইল চুরির ঘটনায় এখন পর্যন্ত ৮০ জন জিডি করেছেন।
ইএইচ/

