দেশের আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বিভিন্ন পেশার ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে দেখা যায় তাকে। নানা ইস্যুতে সামাজিক মাধ্যমে নিজের মন্তব্য তুলে ধরেন। এবার তিনি কথা বললেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিয়ে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ধাওয়া পাল্টা ধাওয়ায় গুরুতর আহত হন নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
বিজ্ঞাপন
এরপরই নিজের ফেসবুকে জয় লেখেন, ‘ভিপি নুর ভাইয়ের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। আউটডোরে। টানা বৃষ্টির কারণে ক্যান্সেল হয়েছিল। আপনি সুস্থ হন। এবারের ইন্টারভিউ হবে ভয়াবহ।’
জয়ের ওই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘মানুষের মনুষ্যত্বের বড়ই অভাব।’ কেউ বা লিখেছেন, ‘ভয়াবহ শব্দটা ভয়াবহ।’ কেউবা আবার জয়কে কটাক্ষ করে লিখেছেন, ‘হাসপাতাল থেকে লাইভ করেন।’

