দেশের আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। কাজের পাশাপাশি স্যোশাল মিডিয়ায় বেশ সরব থাকেন তিনি। সাম্প্রতিক নানা ইস্যুতে নিজের মন্তব্য তুলে ধরেন। অনুরাগীদের সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনা ভাগ করতে দেখা যায় অভিনেতাকে।
আজ বুধবার (২৮ মে) নিজের ফেসবুকে এক পোস্টে অভিনেত্রা লিখেছেন, ‘মেয়েদের রূপের দাম সারা জীবন থাকলেও ছেলেদের শেষ পর্যন্ত টাকা ছাড়া দাম নেই।’ অভিনেতার পোস্টের পর নেটাগরিকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ।
_20250528_125512271.jpg)
অভিনেতার পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘টাকা মানুষের ৯০% সমস্যার সমাধান করে দিতে পারে।’ অন্য একজন লিখেছেন, ‘টাকা-ই পুরুষের সৌন্দর্য’। এদিকে অভিনেতার পোস্টে অনেকে নারীর রূপ বেশিদিনে টেকেনা বলেও মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘নারীর রূপ সারা জীবন থাকে না। মেকআপের ওপর রূপ টেকে!’
ইএইচ/

