অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ফেসবুকে অন্যের পোস্টে গালাগালি করার পরামর্শ দিয়েছেন!
আজ সোমবার (২৬ মে) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। ওই পোস্টে তিনি আরও লিখেছেন, ‘ফেসবুকে কখনও হতাশার কথা লিখবেন না। তাতে অনেক মানুষের আনন্দ হবে। সুখের কথাও লিখবেন না। হিংসায় ক্ষতি করবে।’
বিজ্ঞাপন
জয় প্রসঙ্গে যা বলল দীপ্ত ও রায়হান রাফী
এখানেই শেষ না জয় যোগ করেছেন, ‘রাজনৈতিক কথা লিখবেন না । শত্রু তৈরি হবে। শুধু অন্যের পোস্টে গালাগালি করবেন। এটাই ভালো।’

ওই পোস্টের পর নেটাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। প্রমাণ মিলেছে মন্তব্যের ঘরে। অভিনেত্রার পোস্টে একজন লিখেছেন, সুপরামর্শ, ভালো বলেছেন। অন্য একজন লিখেছেন, ‘ভালো লাগছে কথাগুলো। এটাই আমাদের দেশের অবস্থা।’
বিজ্ঞাপন
ইন্ডাস্ট্রিতে কারও আপন হয়ে লাভ নেই: জয়
অন্যদিকে অভিনেতাকে কটাক্ষ করতেও দেখা গেছে। অভিনেতার পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘একজন সিংহ উপস্থাপক যখন কালের পরিবর্তনে বিড়াল হয়।’ তবে কোনো মন্তব্যের প্রতিক্রিয়া জাননি অভিনেতা।
ইএইচ/

