দক্ষিণী সুপারস্টার অভিনেতা কমল হাসান দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন একাধিক ব্যাবসা সফল ছবি। তামিলা, তেলেগু ভাষা ছাড়াও অভিনয় করেছেন বলিউড সিনেমায়। যা দর্শকের প্রশংসা কুড়িয়েছে। অভিনেতার ঝুলিতে রয়েছে একাধিক হিট ছবি। অভিনয়ের পাশাপাশি তাঁর প্রেম ও বিয়ে নিয়ে রয়েছে ব্যাপক সমালোচনা। নাম জড়িয়েছেন একাধিক তারকার সঙ্গে।
বলিউড পাড়ায় কান পাতলেই শোনা যায় কমলের সঙ্গে সম্পর্ক ছিল বাঙালি অভিনেত্রী অপর্ণা সেনের। এবার সেই গুঞ্জনে সিলমহর মারলেন অভিনেতার মেয়ে শ্রুতি হাসান। সম্পর্কে টিকিয়ে রাখতে বাংলা ভাষা শিখেছিলেন।
বিজ্ঞাপন
সম্প্রতি মুক্তি পাওয়া ‘কুলি’ ছবির প্রচারে এসে শ্রুতি বললেন, ‘আপনারা জানেন কেন উনি বাংলা শিখেছিলেন? ওই সময় বাবা অপর্ণা সেনের প্রেমে পড়ে গিয়েছিলেন। আর তাঁকে ইমপ্রেস করতেই উনি বাংলা শিখে ফেলেন। ছবির জন্য শেখেনি।’
কমল হাসানের পরিচালিত ‘হে রাম’ ছবি নিয়েও একটি মজার ঘটনার ফাঁস করেছেন শ্রুতি। অভিনেত্রীর কথায়, ‘ছবিতে রানি মুখার্জী চরিত্রের নাম রাখা হয়েছিল অপর্ণা। আর ওই নাম রাখা হয়েছিল অপর্ণা সেনের কারণেই।’

বিজ্ঞাপন
শুধু বাবার প্রেম কাহিনিই নয়, নিজের ক্যারিয়ার নিয়েও খোলাখুলি কথা বলেছেন শ্রুতি হাসান। তাঁর মতে, ‘যখনই কেউ আমাকে ‘কমল হাসানের মেয়ে’ বলে চিহ্নিত করতে চাইত, আমার ভিতরে একধরনের জেদ তৈরি হতো। আমি চেয়েছি, নিজের নামেই পরিচিত হতে।’
বলে রাখা ভালো, শ্রুতি হাসান অভিনীত ‘কুলি’ ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় সিনেমার সবচেয়ে বড় ওপেনার হিসেবে বিশ্বব্যাপী বক্স অফিসে মুক্তির ১২তম দিনে ৪৮৩.৫ কোটি রুপি আয় করেছে।
শ্রুতি হাসান ছাড়াও ‘কুলি’ সিনেমায় অভিনয় করেছেন রজনীকান্ত, নাগার্জুনা, উপেন্দ্র, সৌবিন শাহির, সত্যরাজ, শ্রুতি হাসান, রেবা মোনিকা জন, জুনিয়র এমজিআর এবং মনীষা ব্লেসি। বলিউড অভিনেতা আমির খান এবং পূজা হেগডে সিনেমাটিতে ক্যামিও চরিত্রে দেখা গেছে।
ইএইচ/

