রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুখে কালি মাখিয়ে কমল হাসানকে নিষিদ্ধের হুমকি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২৫, ১২:১৮ পিএম

শেয়ার করুন:

মুখে কালি মাখিয়ে কমল হাসানকে নিষিদ্ধের হুমকি

দক্ষিণী সুপারস্টারদের মধ্যে অন্যতম কমল হাসান। সেখানকার জনসাধারণ মাথায় করে রাখেন অভিএন্তাকে। তবে এবার যেন মাটির দেবতা ধূলায় গড়াগড়ি খাচ্ছেন। মুখে কালি মাখিয়ে কমলকে নিষিদ্ধের হুমকি দিয়েছেন কর্ণাটকবাসী।

হঠাৎ কন্নড়ের লোকজন কেন এত চটলেন কমলের ওপর? প্রশ্ন জাগা স্বাভাবিক। সম্প্রতি এক অনুষ্ঠানে কমল মন্তব্য করেন, কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে। কন্নড়বাসীকে খেপিয়ে তুলতে এটুকুই যথেষ্ট ছিল। খবর ভারতীয় সংবাদমাধ্যমের। 

0df8d2b4b4f7fd8122470c7aa4f85f42101f7cf6486eafc3

‘ঠগ লাইফ ইন চেন্নাই’ ছবির অনুষ্ঠানে কমলের সঙ্গে ছিলেন কন্নড় অভিনেতা শিবাজীকুমারও। তাকে উদ্দেশ্য করে কমল বলেন, “তামিল হলো আমার জীবন ও আমার পরিবার। আর অভিনেতা শিবাজীকুমার অন্য রাজ্যে থাকা আমার পরিবারের আর এক অংশ। তাই আজ তিনি এসেছেন। আর সেই জন্যই শুরুতে বললাম, তামিল ভাষা আমার পরিবার ও জীবন। আর আপনার (শিবাজীকুমার) ভাষা তামিল থেকেই জন্ম নিয়েছে। তাই আপনিও আমাদের মধ্যেই আছেন।”

এরপরই শুরু হয় কটাক্ষ। কমলকে ধুয়ে দিতে থাকেন সবাই। কেউ বলেন, “ইতিহাস জেনে তার পর কথা বলুন। কোনো ধর্মান্ধের থেকে আমরা ভাষা শিক্ষা নেব না।”কন্নড়ের এক বাসিন্দার কথায়, “কন্নড় ভাষার ইতিহাস ২০০০ বছরের। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষাগুলোর মধ্যে এটি একটি।”

1615277086_kamal

কমলকে নিষিদ্ধ করার হুমকি দিয়ে কন্নড় রক্ষণ বেদিকের নেতা প্রবাণ শেট্টি বলেন, “কমল হাসানকে আমরা সাবধান করছি। কর্নাটকে আপনি ব্যবসা করতে চান? তারপরও কন্নড় ভাষার অপমান করছেন? আমরা আপনার মুখে কালি মাখাতে প্রস্তুত ছিলাম। কিন্তু আপনি পালিয়ে গেলেন। কন্নড় ভাষার বিরুদ্ধে কথা বললে আপনার ছবিকে নিষিদ্ধ ঘোষণা করা হবে এই রাজ্যে।”তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি কমল হাসান। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর