দক্ষিণী সুপারস্টার কমল হাসানের মেয়ে অক্ষরা হাসানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। সম্প্রতি অভিনেত্রীর বিরুদ্ধে সামাজিকমাধ্যমে প্রতারণার শিকার কয়েকজন অভিযোগ তোলেন। ভুক্তভোগীদের দাবি সিনেমাতে কাজ করার সুযোগ করে দেবেন বলে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন অভিনেত্রী।
প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের বিষয় চোখ এড়ায়নি কমল হাসানের মেয়ে অক্ষরার। গতকাল শুক্রবার (৬ জুন) সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, এক ব্যক্তি তাদের পরিবারের নামে ভুয়া প্রযোজনা সংস্থা খুলে প্রতারণা করছে। এ প্রতিষ্ঠানে সঙ্গে অভিনেত্রী কিংবা তার পরিবারের কেউই যুক্ত নন।

অভিনেত্রীর কথায়, ‘অনুগ্রহ করে আপনারা জেনে রাখুন, ইব্রাহিম আখতার নামের এক ব্যক্তি। সে আমার এবং আমার পরিবারের নাম ব্যবহার করে দাবি করছেন যে আমরা নতুন কিছু সিনেমা নির্মাণ করছি। এই দাবি সম্পূর্ণ মিথ্যা। আমাদের সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই।’
এখানেই শেষ না অক্ষরা যোগ করেন, ‘আমরা ইতোমধ্যে এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিচ্ছি। ভুয়ো প্রযোজনা সংস্থা 'রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল'- বিরুদ্ধে মামলা করা হবে। আপনাদের কাছে অনুরোধ সতর্ক থাকুন। কাজের বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করবেন না।’
ইএইচ/

