শুটিং সেটে সহশিল্পীকে যৌন হেনস্তার অভিযোগে মাস দুয়েক আগে বেশ নাজেহাল হতে হয় শামীম হাসান সরকারকে। একাধিক অভিনেত্রীর আনা অভিযোগ রীতিমতো জর্জরিত করে তোলে তাকে। একসময় দুঃখ প্রকাশ করেন। এরপর থেকে অনেকটা নীরব ছিলেন অভিনেতা।
সম্প্রতি কাজ তাকে আলোচনায় নিয়ে এসেছে। ‘মেথর’ নামের একটি নাটকে কাজ করেছেন শামীম। তার বিপরীতে দেখা গেছের তানিয়া বৃষ্টিকে। নাটকটি বেশ দর্শকপ্রিয়তা অর্জন করেছে। এরইমধ্যে ভিউ ছাড়িয়েছে নয় লাখের ঘর।
বিজ্ঞাপন
দর্শকের এই ভালোবাসাকে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা বলে মনে করছেন শামিম। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘আপনাদের ভালোবাসায় মুগ্ধ। চেষ্টা বৃথা যায় না। হাজারখানেক পজিটিভ কমেন্ট নতুনভাবে শুরু করার অনুপ্রেরণা জোগালো। আমার পরিচালক, লেখক, সহশিল্পীরা, পুরো টিমের সবার এবং আপনাদের সকলের প্রতি মন থেকে জানাই কৃতজ্ঞতা এবং ভালোবাসা। কাজের যুদ্ধ চলুক!’
নাটকটিতে আরও অভিনয় করেছেন কামরুন নাহার, সিদ্দিক মাস্টার, বাশার বাপ্পী প্রমুখ। জুয়েল এলিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন।