ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। নাটকের পাশাপাশি অভিনয় করেছেন ‘নেটওয়ার্কের বাইরে’, ‘দৌড়’, ‘সেকশন ৩০২’, ‘অরা’-এর মতো জনপ্রিয় ওয়েব সিনেমায়। সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন নির্মাতা শিহাব শাহিন পরিচালিত ‘সিন্ডিকেট’ সিরিজের কাজ ছেড়ে দেওয়ায় এখনও আফসোস করেন।
ক্রাইম-থ্রিলারধর্মী ‘সিন্ডিকেট’ সিরিজে ‘জিশা’র ভূমিকায় প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী নাজিফা তুষিও। অভিনেত্রী তুষির আগে এ সিরিজে কাজের প্রস্তাব পেয়েছিলেন তিশা। কিন্তু সেই সময় অভিনেত্রীর বিয়ে নিয়ে পারিবারিকভাবে আলাপ-আলোচনা চলছিল, এ ছাড়াও ছিল নানা ব্যস্ততা। যে কারণে কাজটি ছেড়ে দিতে হয়েছিল, যা এই সময়ে এসে ‘ভুল সিদ্ধান্ত’ বলেই মনে করেন তিনি।

তিশার কথায়, ‘শিহাব ভাই আমার খুবই প্রিয় একজন নির্মাতা। যখন সিন্ডিকেট’র জন্য প্রস্তাব পেয়েছিলাম, তখন পারিবারিক কারণে সেটি ছেড়ে দিই। সিরিজটির শুটিং হয়েছে ২০২২ সালে। তখন আমার বিয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছে। সব মিলিয়ে চরিত্রটি ভালো লাগলেও কাজটি করা হয়ে উঠেনি। এখন এসে তা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম বলেই আমার মনে হয়।’
এরপর অভিনেত্রী যোগ করেন, ‘‘আগস্ট-১৪’র পর আরও কিছু ওয়েব ফিল্ম বা সিরিজে কাজ করেছি। কিন্তু সবাই আমার প্রথম সিরিজটির কথাই বেশি বলেন।’’

সাম্প্রতিক সময়ে বেশ কিছু ওটিটির কাজ ও সিনেমার প্রস্তাব পেয়েছেন তিশা। অভিনেত্রী বলেন, ‘চলচ্চিত্র কিংবা ওয়েব ফিল্ম বা সিরিজের প্রস্তাব নিয়মিতই পাচ্ছি। কিন্তু এখন আমি চলচ্চিত্রে যেতে চাচ্ছি না। তবে হ্যাঁ, ওয়েব ফিল্ম বা সিরিজে যদি চ্যালেঞ্জিং কোনো চরিত্র পাই, তবে কাজ করব।’
সবশেষে কাজের ফিরিস্তি দিয়ে তিশা বলেন, ‘চলতি মাসের শেষদিকে একটি নাটকের শুটিং রয়েছে। অন্যদিকে, পরিবার নিয়েও ব্যস্ততা রয়েছে।’
ইএইচ/

