রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

নায়কদের স্বেচ্ছাচারিতা নিয়ে যা বললেন তিশা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ০৬:০৯ পিএম

শেয়ার করুন:

loading/img

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। স্পষ্টভাষী এই অভিনেত্রী কোনো রাগঝাগ ছাড়ায় অকপটে সত্য কথা বলতে ভালোবাসেন। জুটি বেঁধে অভিনয় করা কিংবা নাটকের সিন্ডিকেটের বিরুদ্ধে স্বচ্চার তিনি। এবার কথা বললেন নাটকের অভিনেতাদের বিষয়ে। ছোট পর্দার নায়কদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুললেন অভিনেত্রী।

কঠোর অবস্থানে তিশা, যেসব শর্ত দিলেন আপত্তিকর ভিডিও ধারণকারীকে 


বিজ্ঞাপন


গণমাধ্যমকে দেওয়া এক স্বাক্ষাৎকারে তিশা অভিযোগ করেন, বেশির ভাগ ক্ষেত্রে নাটকের সবকিছু নায়কদের সিদ্ধান্তেই হচ্ছে। এমনকি তিনিও শিডিউলের জন্য পরিচালক নয়, নায়কদের কাছ থেকে ফোন পান। 

464692950_1091003335936105_5636489191478407029_n_20241121_184749472

অভিনেত্রী বলেন, ‘মেকআপ আর্টিস্ট, ডিওপি, লাইটে কাকে নিবে, শুটিং কোথায় হবে, গল্প কী হবে, মায়ের চরিত্রে কে অভিনয় করবেন, বাবার চরিত্রে কে থাকবেন—নাটকের সবকিছু নায়কেরা সিদ্ধান্ত নিচ্ছে । এটা তো তাদের কাজ না, পরিচালকের কাজ। গল্পের চরিত্রের প্রয়োজনে যাকে ভালো মনে করবেন, তাকেই পরিচালক ডাক দেবেন। কিন্তু আমাকে কলটা দিচ্ছেন নায়কেরা।’

আরশ-তানিয়াকে নিয়ে যা বললেন তাসনুভা তিশা 


বিজ্ঞাপন


অভিনেত্রী যোগ করেন, ‘আমার কাছে মনে হয়, ইন্ডাস্ট্রিতে এমন হচ্ছে, কারণ তাঁদের কাছে সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে। এটা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ঠিকভাবে কাজ করতে পারব না।’

9072b84027cd93bdb421435526e52251-61e43e7584086

ইন্ডাস্ট্রির এ অবস্থায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অভিনেত্রী। সবশেষে বলেন, ‘এভাবে যদি চলতে থাকে তাহলে কাজ করা কষ্টকর হয়ে যাবে। প্রতিদিন আমার মনে হয় অন্য কিছু নিয়ে ভাবা উচিত। অন্য কোনো ক্যারিয়ার হয়তো বেছে নিতে হবে, এভাবে কাজ করা যায় না। যাদের ন্যূনতম আত্মসম্মানবোধ আছে, তাদের তো গায়ে লাগার কথা।’

মধ্যরাতে লাইভে এসে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তুললেন তিশা

অভিনেত্রী চাওয়া, ‘পরিচালকরা তার শিডিউল নেবেন। নায়ক কেন এসব বিষয়ে মাথা ঘামাবে। চিত্রনাট্যে যা লেখা আছে, সে সংলাপই বলা উচিত। গল্পের প্রয়োজনে পরিবর্তন করতে হলে সেটা আলোচনা করে করতে হবে। কেন নায়কের সিদ্ধান্তেই সব হবে! অভিনেত্রী হিসেবে এই বিষয়গুলো আমার আত্মসম্মানে আঘাত করে, মন খারাপ হয়।’

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন