ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা অভিনয় ছাড়াও ব্যক্তিগত নানা কারণে সংবাদের শিরোনামে উঠে আসেন। এবার অভিনেত্রীর একটা মন্তব্য ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি শুরু হওয়া ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’-এর খেলার মাঝে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। অভিনেত্রীকে প্রশ্ন করা হয়- ‘এক ওভারে কত বল?’
সেই প্রশ্নের জবাবের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে খানিকটা হতবাক হয়ে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘প্রথমত, এইটা যদি আমি না জানি, তাহলে আমাকে সিসিটিতে নেওয়া হতো না! এছাড়া এতদিনে জানা হয়ে গেছে, এক ওভারে কত বল। প্লিজ এই লেইম কোয়েশ্চনটা করবেন না, হ্যাঁ?’

তিশা যোগ করেন, ‘এটা খুবই অফেন্সিভ একটি প্রশ্ন, যেখানে আমি ক্রিকেট খেলতে আসছি। যদিও ক্রিকেট আমার পেশা না, তারপরও আমি খেলতে আসছি। আর মিনিমাম জ্ঞান না থাকলে আমাকে অবশ্যই নিতো না। আর জ্ঞান না থাকলেও প্র্যাক্টিসের জন্য এতদিনে জ্ঞান হয়ে গেছে। সো, ছয় বল- এ এক ওভার, এটা সবাই জানে।’
বিজ্ঞাপন
বলে রাখা ভালো, ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ শুরুর আগে গত বৃহস্পতিবার রাতে বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। এবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা করছে ৪টা দল।

দুই বছর পর ফের মাঠে গড়ানো এই আসরের কয়েকটি ম্যাচ ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়াও চলছে তারকাদের প্র্যাকটিস সেশন, সঙ্গে মাঠে তাদের আনাগোনাও দেখা যায়।
মধ্যরাতে লাইভে এসে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তুললেন তিশা
এ বছর ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’র উদ্দেশ্য শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন নয়; বরং সমাজের মধ্যে একতা, স্বাস্থ্যকর জীবনধারা এবং মানুষের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করা– এমনটি জানিয়েছেন আয়োজকরা।
ইএইচ/

