বর্তমান সময়ে ভারতের সবচেয়ে জনপ্রিয় কৌতুল অভিনেতা কপিল শর্ম। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর তৃতীয় সিজন প্রচার শুরু হয়েছে। ইতোমধ্যেই চলতি সিজনের ৮টি এপিসোড প্রচার হয়েছে। সর্বশেষ এপিসোডে এসেছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর ছোট বোন শমিতা শেট্টি।
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ অনুষ্ঠানে খোলমেলা আলাপকালে শৈশবের নানা বিষয়ে কথা বলেন শিল্পা ও শমিতা। এ সময় শিল্পা বলেন, ‘মা সুনন্দা শেঠি খুবই কঠোর ছিলেন। ছোটবেলায় শিল্পা ও শমিতা যদি কোনো ভুল কাজ করতেন তাহলে কপালে জুটত মার। কখনও চটি তো কখনও ঝাড়ু দিয়ে মারতেন।’

ওই সাক্ষাৎকারে শিল্পা স্বীকার করেন মায়ের জন্যই তাঁদের জীবনে শৃঙ্খলাবোধ তৈরি হয়েছে। এ সময় শমিতা বলেন, ‘কোনো ভুল করলে মা বিন্দুমাত্র দ্বিধা না করে বকাবকি করতেন, এমনকি শাস্তিও দিতেন।’
শিল্পা মজার ছলে জানান, তিনি এখন শামিতার জন্য পাত্র খুঁজছেন। কপিল শর্মা মজা করে জিজ্ঞেস করেন, পরিবারের পক্ষ থেকে শামিতাকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে? শমিতাও হেসে বলেন, সেই যুগ এখন শেষ, আর কেউ তাঁকে চাপ দেয় না। তিনি আরও বলেন, আজকাল সত্যিকারের প্রেম খুঁজে পাওয়া খুব কঠিন। সেই জন্য তিনি এখনও সিঙ্গেল।
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’শোয়ে শামিতাকে ডেটিং অ্যাপ ব্যবহারের পরামর্শ দেন শিল্পা।
ইএইচ/

