রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আগস্টে মুক্তি পাচ্ছে বলিউডের যেসব সিনেমা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

আগস্টের বলিউড সিনেমা, থাকছে তালিকা

বলিউড সিনেমাপ্রেমীরা চলতি জুলাই মাস শুরু করেন বহুল প্রতীক্ষিত ‘মেট্রো ইন দিনো’ সিনেমা দিয়ে। তবে প্রত্যাশার ছিটেফোঁটা পূরণ করতে পারেননি সারা আলী খান ও আদিত্য কাপুর। অন্যদিকে জুলাই মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কাজল, সুনাক্ষী সিনহা, অর্জুন রামপালের মতো জনপ্রিয় তারকাদের ছবি। তবে একটি ছবিও আলোচনার জন্ম দিতে পারেনি।

war_2


বিজ্ঞাপন


তাই বলা যায় এ মাসে বলিউড তারকারা দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যার্থ হয়েছেন। তবে ব্যর্থতার মাসে বলিউড অভিষেক রাঙিয়ে রাখলেন আহান পাণ্ডে এবং অনীত পাড্ডা। এ জুটির ‘সাইয়ারা’ ছবি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।   

এদিকে দরজায় কড়া নাড়ছে আগস্ট মাস। এ মাসে দারুণ অভিজ্ঞতা হতে পারে বলিউড সিনেমা প্রেমীদের। কারণ আগস্ট মাসে প্রেক্ষাগৃহে মুক্তি প্রতিক্ষায় রয়েছে সুপারহিট ছবির সিক্যুয়েলগুলো। এবার জেনে নেওয়া যাক, আগস্ট মাসে কোন ছবিগুলো মুক্তি পাচ্ছে সিনেমা হলে। 

sonofsordar-ezgif.com-avif-to-jpg-converter
  
মাসের শুরুতেই ১ অগাস্ট মুক্তি পাচ্ছে একসঙ্গে তিনটি ছবি। প্রথমেই রয়েছে অজয় দেবগন ও ম্রুনাল ঠাকুর অভিনীত 'সন অব সর্দার ২'। এই কমেডি ঘরানার ছবিতে দেখা যাবে, স্কটল্যান্ডে গিয়ে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করতে গিয়ে কীভাবে জস্সি একের পর এক মাফিয়ার জালে জড়িয়ে পড়ে। অ্যাকশন, হাসি ও পারিবারিক টানাপোড়েনে ভরপুর এই ছবিটি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।


বিজ্ঞাপন


একই দিনে আসছে ‘অজয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী’। এটি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জীবনের ওপর ভিত্তি করে তৈরি বায়োপিক। তাঁর শৈশব থেকে রাজনৈতিক জীবনের উত্থান তুলে ধরা হবে ছবিতে। 

dharak-ezgif.com-avif-to-jpg-converter

এছাড়া রয়েছে ‘ধড়ক ২’, যেখানে মুখ্য ভূমিকায় সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরি। ২০১৮ সালের হিট ছবি ‘ধড়ক’-এর এই সিক্যুয়েলে উঠে এসেছে জাতপাত, ধর্ম ও শ্রেণিভেদের জেরে প্রেমের পথের বাধা।

৮ অগাস্ট প্রেক্ষাগৃহে আসছে আরও দু'টি ছবি। তার মধ্যে একটি হলো 'জোরা'। একটি মার্ডার মিস্ট্রি থ্রিলার ছবি। যেখানে চারজন মহিলার চরিত্র ঘিরে আবর্তিত হয় গল্প। ‘জোরা’ নামে এক রহস্যময় খুনিকে খুঁজতে গিয়েই ক্রমশ উন্মোচিত হয় একের পর এক চমকপ্রদ তথ্য। 

একই দিনে মুক্তি পাবে ‘হীর এক্সপ্রেস’। উমেশ শুক্লা পরিচালিত একটি ফ্যামিলি ড্রামা-কমেডি। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন আশুতোষ রানা, গুলশন গ্রোভার ও সঞ্জয় মিশ্র।

kulli-ezgif.com-avif-to-jpg-converter

এরপর ১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘কুলি’। একটি আধুনিক অ্যাকশন-ড্রামা, যেখানে মধ্যবিত্ত জীবনের লড়াই এবং এক নারীর সাহসী চরিত্রে শ্রুতি হাসানের অভিনয় দর্শককে টানবে বলেই মনে করা হচ্ছে। 

একই দিনে মুক্তি পাবে ‘ওয়ার ২’। যশরাজ স্পাই ইউনিভার্সের সবচেয়ে ব্যয়বহুল এই ছবিতে মুখোমুখি হবেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। থাকবে আন্তর্জাতিক লোকেশন, স্পাই ড্রামা ও চমকে দেওয়া ক্লাইম্যাক্স।

prem_ra_tan

মাসের শেষে, ২৯ অগাস্ট মুক্তি পেতে চলেছে ‘পরম সুন্দরী’। একটি লাইট মেটেড ফ্যামিলি ড্রামা যেখানে দেখানো হবে, কীভাবে এক তরুণী নিজের স্বপ্নপূরণের জন্য সমাজের বিধিনিষেধের বিরুদ্ধে দাঁড়ায় এবং আত্মনির্ভর হয়ে ওঠে। সব মিলিয়ে অগাস্ট মাস বলিউডে যেন একেবারে ব্লকবাস্টার-ঝড়।   

ইএইচ/ 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর