বলিউড অভিনেত্রী হুমা কুরেশির চাচাতো ভাই আসিফ কুরেশি দিল্লির নিজামুদ্দিন এলাকায় ছুরিকাঘাতে মারা গেছেন। গাড়ি পার্কিং নিয়ে তুমুল বিবাদের জেরে গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ছুরি মেরে হত্যা করা হয় অভিনেত্রীর ভাইকে। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।
ভারতীয় সংবাদমাধ্যমকে পুলিশের একটি সূত্রে জানিয়েছে, ঘটনার পরেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়েছে। নিহত আসিফ কুরেশির পারিবারিকভাবে মুরগির মাংসের ব্যবসা ছিল।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আসিফ তাঁর বাড়ির সামনে রাখা একটি বাইক সরিয়ে নেওয়ার অনুরোধ করেন দুই বাইক আরোহীকে। প্রথমে বিষয়টি নিয়ে সামান্য কথা কাটাকাটি হওয়র পর তাঁরা সেখান থেকে চলে যায়। পরে আবার ফিরে এসে ঝামেলা শুরু করে। কথা কাটিকাটির একপর্যায় আসিফকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করেন ওই দুই ব্যক্তি। আর সেখানেই তাঁর মৃত্যু হয়।
নিহতের প্রথম স্ত্রী শাহিন সংবাদমাধ্যমকে বলেন, ‘রাত নটা-সাড়ে নটার মধ্যে এক প্রতিবেশী আমাদের বাড়ির সামনে বাইক রেখে যায়। আমার স্বামী গাড়িটি সরিয়ে নিতে অনুরোধ করেন। তখনই বিবাদ শুরু হয়। ওঁরা চলে গেলেও পরে ফিরে এসে ফের হুমকি দেয়। এরপরই ওঁকে কুপিয়ে মেরে ফেলে।’
আসিফের স্ত্রী যোগ করেন, ‘আমি আমার দেবরকে ডেকেছিলাম, কিন্তু তিনি পৌঁছনোর আগেই সব শেষ হয়ে গিয়েছিল।’
দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।
ইএইচ/

