বহুদিন ধরে বলিউডে রয়েছেন। ভালো অভিনেত্রী হিসেবে নিজের পায়ের জমি শক্তও করেছেন। তবুও সম্প্রতি তাকে বলিউড ইন্ডাস্ট্রিতে টিকে থাকা নিয়ে প্রশ্নের সঙ্গে জুড়ে দেওয়া হলো তার ধর্মকে। কারণ, তিনি মুসলিম। বলা হচ্ছে হুমা কুরেশির কথা।
নতুন ছবি ‘তরলা’র প্রচারের সময় অদ্ভুত এক প্রশ্নের মুখে পড়তে হয় তাকে। তবে হুমা চুপ থাকেননি। উত্তর দিলেন স্পষ্ট। তাকে প্রশ্ন করা হলো, বলিউডে কি ধর্মের মেরুকরণ রয়েছে? মুসলিম হওয়ায় কি কোনো অসুবিধা বা বাড়তি সুবিধা পান তিনি?
বিজ্ঞাপন
হুমা স্পষ্টভাবে বলেন, ইদানিং এই কথাগুলো খুব শুনতে পাচ্ছি। আমার মনে হয় এই কথাগুলো উঠছে কারণ, প্রধানমন্ত্রী মোদির সাম্প্রতিক মার্কিন সফরে তাকে সেখানকার মিডিয়া ভারতের মুসলিম অধিকার রক্ষার বিষয়ে প্রশ্ন করে। এটা মোটেই সঠিক প্রশ্ন ছিল না। আমি কখনও বুঝতে পারিনি যে, আমি মুসলিম এবং আমি আলাদা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়, আমি নিজেকে কখনও আলাদা অনুভব করিনি।
আগামী ৭ জুলাই থেকে ওয়েব সিনেমা ‘তরলা’ দেখা যাবে জি-ফাইভে। ২০১২ সালে ‘গ্যাংস অব ওয়াসপুর’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন হুমা। দেখতে দেখতে কাটিয়ে ফেলেছেন ১৩ বছর।

