শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘সাইয়ারা’-এর ক্লাইম্যাক্স এআই দিয়ে লেখা, বললেন চিত্রনাট্যকার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৫, ০৫:০২ পিএম

শেয়ার করুন:

‘সাইয়ারা’-এর ক্লাইম্যাক্স এআই দিয়ে লেখা, বললেন চিত্রনাট্যকার

মারকাটারির ভিড়ে রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’ দিয়ে রীতিমতো দেখিয়ে দিলেন মোহিত সুরি। গত ১৮ জুলাই মুক্তিপ্রাপ্ত ছবিটি প্রেক্ষাগৃহে রমরমা ব্যবসা করেছে। ফলে ফুলে-ফেঁপে উঠেছে বক্স অফিস। মুক্তির পর বিশ্বব্যাপি ৫’শো কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি। 

ইতোমধ্যে ব্লকবাস্টার সিনেমার তকমা পেয়েছে আহান পাণ্ডে ও অনিত পাড্ডার ‘সাইয়ারা’। ছবির প্রেমকাহিনি যেমন দর্শক-মন ছুঁয়ে গেছে, তেমনই চিত্রনাট্যের একটি বিশেষ অংশ নিয়েও চলছে জোর চর্চা। কারণ, ছবির ক্লাইম্যাক্স লেখার সময় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই -এর সাহায্য নিয়েছেন চিত্রনাট্যকার। 

sayera_

সম্প্রতি ফিল্ম বিশ্লেষক কমল নাহতাকে দেওয়া এক সাক্ষাৎকারে ছবির লেখক সংকল্প সদানাহ এবং রোহন শঙ্কর নিজেরাই এ কথা জানিয়েছেন। ওই সাক্ষাৎকারে সংকল্প বলেন, “ছবির পুরো গল্প লেখা হলেও আমরা ক্লাইম্যাক্সটা নিয়ে হিমশিম খাচ্ছিলাম। কীভাবে গল্প শেষ হবে, বুঝে উঠতে পারছিলাম না। তখন আমার সহকারী চেতন নাইডু মজা করেই এআই’কে জিজ্ঞেস করে, ‘মোহিত সুরি হলে কীভাবে এমন ছবি শেষ করতেন?’ তখন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই জানায়, ‘নায়ক ও নায়িকার দুইজনেরই মৃত্যু হওয়া উচিত।” 

এই ঘটনাকে নিছক মজা হিসেবে নিলেও, মোহিত সুরিও তখন ভাবছিলেন ট্র্যাজেডির দিকেই গল্প এগোবে, কারণ ছবির নায়িকার শারীরিক অবস্থাও সেই দিকেই ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু শেষমেশ একদিন ট্র্যাফিকে বসে থাকতে থাকতে হঠাৎই সংকল্পের মাথায় আসে সেই ‘হ্যাপি এন্ডিং’। আর সেই ভাবনা জিতে নিয়েছে বলিউডের অন্যতম প্রেমের ছবির তাকমা।  

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর