গত ১৮ জুলাই মুক্তিপ্রাপ্ত ‘সাইয়ারা’ছবি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাচ্ছে, ছবি শেষ হতেই সিনেমাহলে উপস্থিত দর্শকরা হাউমাউ করে কাঁন্নায় ভেঙে পড়ছেন।
ইতোমধ্যেই তারকা খ্যাতি পেয়েছে ‘সাইয়ারা’র অভিনেত্রী অনীত পাড্ডা। এ সিনেমা পর দর্শকরা এখন অপেক্ষা করছেন নতুন সিনেমা বা সিরিজের। অবশেষে জানা গেল তিনি এবার বড় পর্দায় নয়, আসছেন ওটিটিতে। ‘সাইয়ারা’ ছবিতে কোমলস্বভাবের গায়িকা ‘বাণী বত্রা’র চরিত্রে দর্শকদের মন কেড়েছিলেন অভিনেত্রী।

এবার অনীতকে দেখা একবারেই ভিন্ন রূপে। সম্পূর্ণ বিপরীত এক ভূমিকায়। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত সিরিজে। আসন্ন সিরিজে এক ধর্ষিত কিশোরীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। একজন প্রভাবশালী ধর্মগুরু হাতে ধর্ষণের শিকার ১৭ বছর বয়সী কিশোরীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। ছবির গল্পে তুলে ধরা হয়েছে সমাজে ধর্মীয় ক্ষমতার অপব্যবহার, আইন, বিচারব্যবস্থা এবং নারীর সংগ্রামের চিত্র।
জান গেছে, ‘সাইয়ারা’র অনীত পাড্ডার পরবর্তী সিরিজের নাম ‘ন্যায়’। সিরিজটি পরিচালনা করেছেন নিত্যা মেহরা। এটি প্রযোজনা করেছে সমীর নায়ার-এর অ্যাপ্লজ এন্টারটেইনমেন্ট। সহ প্রযোজনায় মনগতা ফিল্মস। আসন্ন সিরিজে অনীত ছাড়াও আরও অভিনয় করেছেন রঘুবীর যাদব, মোহম্মদ জিশান আইয়ুব , রাজেশ শর্মা প্রমুখ।
ইএইচ/

