সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সাইয়ারা’ছবি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাচ্ছে, ছবি শেষ হতেই সিনেমাহলে উপস্থিত দর্শকরা হাউমাউ করে কাঁন্নায় ভেঙে পড়ছেন। অনেকে আবার অজ্ঞান হয়ে গেছেন! ‘সাইয়ারা’ ছবি দেখে কাঁন্নায় ভেঙে না পড়ায় ভারতীয় জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত গ্রেফতার হয়েছেন!
সম্প্রতি কিরণের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে সাদা-কালো স্ট্রাইপ কয়েদিদের পোশাক পরে, হাত জোড় করে কাঁচুমাচু মুখে কিরণ। কারাগার থেকে ধারণ করা ভিডিওটি নিয়ে সরগরম নেটদুনিয়া।
বিজ্ঞাপন
ভিডিওতে কিরণকে বলতে শোনা যায়, ‘কারাগারে থেকে এই ভিডিওটি আমার বানানোর কোনো ইচ্ছা ছিল না। আমাকে রীতিমতো বাধ্য করাই হচ্ছে! কাল রাতে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু আমি কী দোষ বা কী ভুল করলাম তা এখনও পর্যন্ত বুঝতে পারছি না। আপনারাই বিচার করুন, এভাবে আমাকে কেন হেনস্থা করা হলো।’

ভিডিওতে এমনবার্তা পেয়ে ইউটিউবারের অনুরাগীরা রীতিমতো অবাক হয়েছেন। কী অপরাধে হঠাৎ গ্রেফতার হলেন তিনি! ওই ভিডিওতেই তিনি জানিয়েছেন যে, তাঁর নাকি ৫ বছরের কারাবাস হতে পারে! এরপর কিরণ বলেন,“আমার একটাই ভুল বলা হচ্ছে যে আমি ‘সাইয়ারা’ দেখে কাঁদিনি।” তবে উদ্বেগ হওয়ার মতো কিছু ঘটেনি। জানা গেছে, ভিডিওটি নিছক মজা করার জন্য পোস্ট করেছেন কিরণ দত্ত।
বিজ্ঞাপন
সোশ্যাল মিডিয়া তিনি ‘Bong Guy’ নামে পরিচিত। কৌতুক অভিনেতা হিসেবে তাঁর জুড়ি মেলা ভার। ব্যঙ্গাত্মক ভিডিও বানিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় ‘সাইয়ারা’ ছবিটি নিয়ে ‘জেন জি’র উন্মাদনাকে ট্রোল করলেন তিনি।
ইএইচ/

