শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অবশেষে সরব অপু বিশ্বাস, লিংক দিলেন ফেসবুকে 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৫, ১২:১১ পিএম

শেয়ার করুন:

অবশেষে সরব অপু বিশ্বাস, লিংক দিলেন ফেসবুকে 

গতকাল রোববার সামাজিক মাধ্যমে নিজের করে নিয়েছেন শবনম বুবলী। সন্তানের বাবা শাকিব খানের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর ছবি দিয়ে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছেন। 

ছবিগুলো প্রকাশের পর থেকেই নেটাগরিকদের পাখির চোখ ছিল অপু বিশ্বাসের ফেসবুকে। কেননা বুবলী শাকিবকে নিয়ে পোস্ট করবেন আর অপু নিরব থাকবেন এরকম কখনও হয়নি। তবে রোববার রাত পেরিয়ে গেলেও অপু সোশ্যাল হ্যান্ডেল ছিল সাড়া শব্দহীন। 

salun

এদিকে আজ সোমবার নিজের ফেসবুকে ও পেজে অপু বিশ্বাস একটি লিংক প্রকাশ করেছেন। তবে সেটি শাকিব-বুবলী সম্পর্কিত কিছু না। তিনি একটি পেজের লিংক শেয়ার করেছেন। সিগনেচার বাই এবি জেন্ট সেলুন। ধারণা করা হচ্ছে এটি অপুর ব্যবসার অনলাইন পেজ। 

অপুর পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা করেছেন নানারকম মন্তব্য। তবে সেসবের কোনো উত্তর দেননি অভিনেত্রী। অনেকে মনে করছেন শাকিব-বুবলীর ছবি নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই তার। ব্যস্ত আছেন নিজের কাজ নিয়ে। ছবিগুলো প্রকাশ করে সেটাই বোঝালেন অভিনেত্রী। 

shakib-apu-20220211130941

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন শাকিব-বুবলী। সন্তান বীরকে সময় দিচ্ছেন দুজন। বুবলীর প্রকাশিত ছবিগুলো দেখে তাই মনে হয়েছে। পাশাপাশি দুজনে একে অন্যের বাহুবন্দী হয়েও ধরা দিয়েছেন ক্যামেরায়। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর