শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘কেরালা স্টোরি’র পুরস্কার নিয়ে বিতর্ক, মুখ খুললেন জুরি চেয়ারম্যান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৫, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

‘কেরালা স্টোরি’র জাতীয় পুরস্কার নিয়ে বিতর্ক, মুখ খুললেন জুরি চেয়ারম্যা

গতকাল শুক্রবার (১ আগস্ট) ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে। পুরস্কারের তালিকায় নাম রয়েছে  ‘দ্য কেরালা স্টোরি’ ছবির। তালিকা প্রকাশের পর থেকে সমালোচনার মুখে পড়েছেন জুড়ি বোর্ড সদস্যারা। তীব্র সমালোচনার মধ্যেই মুখ খুললেন জুরি বোর্ডের চেয়ারম্যান ও পরিচালক আশুতোষ গোয়ারিকর।

ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, “দ্য কেরালা স্টোরি’র সিনেমাটোগ্রাফির কাজ ভীষণই রিয়ালিস্টিক। অসাধারণ। আরেকটি বিষয় হচ্ছে, পুরো সিনেমায় ক্যামেরার কাজ গল্পকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেনি। আসল বিষয়বস্তুকে ফুটিয়ে তুলেছে খুব বাস্তবভাবে। সেই প্রেক্ষিতেই আমরা ‘দ্য কেরালা স্টোরি’কে সাধুবাদ জানাই।” 


বিজ্ঞাপন


কথার সুত্র ধরে তিনি আরও বলেন, ‘একটি সত্য ঘটনাকে সিনেমার গল্পে যেরকম স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছ, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।’

সবশেষে গোয়ারিকরের বলেন, “দ্য কেরালা স্টোরি’ ছবিটিকে পুরস্কৃত করা নিয়ে আমাদের জুরি বোর্ডের মধ্যেও নানা আলোচনা হয়েছিল। তবে শেষমেশ সর্বসম্মতিক্রমে ছবিটিকে জাতীয় পুরস্কার দেওয়া হয়।” 

‘দ্য কেরালা স্টোরি’ ছবির নাম ঘোষণার পর সর্বপ্রথম এর বিরোধীতা করেন কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।  সামাজিকমাধ্যমের একটি পোস্টে তিনি জানিয়েছেন, এই ছবিতে জঙ্গিবাদ নিয়ে মিথ্যাচার করা হয়েছে।  


বিজ্ঞাপন


বলে রাখা ভালো, ‘দ্য কেরালা স্টোরি’এক জোড়া জাতীয় পুরস্কারে জিতেছে ছবিটি। প্রথমত, এই ছবির জন্য সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন নির্মাতা সুদীপ্ত সেন। দ্বিতীয়ত, সেরা সিনেমাটোগ্রাফির জন্য প্রশান্তানু মহাপাত্রর ঝুলিতে এসেছে পুরস্কার।

আলোচিত-সমালোচিত এ ছবিতে অভিনয় করেছেন অদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি ও সিদ্ধি ইদনানি। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর