মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধের দাবি কংগ্রেসের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:১৩ এএম

শেয়ার করুন:

‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধের দাবি কংগ্রেসের

বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে ফের শুরু বিতর্ক। এবার এই ছবির মুক্তি আটকাতে কেরালা সরকারের কাছে অনুরোধ জানাল কংগ্রেস। দলটির দাবি, এই ছবির অনেকটাই মিথ্যা। এর ফলে সংখ্যালঘু শ্রেণির মানুষদের ভাবাবেগে আঘাত লাগতে পারে।

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। তারপর থেকেই বিতর্কের মুখে পড়েছিল। ছবিতে অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি আদানির মতো অভিনয়শিল্পীরা।


বিজ্ঞাপন


কেরালাতেও ছবিটি ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সেখানকার ডিজিপি অনিলকান্ত তিরুঅনন্তপুরমের পুলিশ কমিশনার স্পারজন কুমারকে ছবিটির টিমের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করারও নির্দেশ দেন। ছবিটি মুক্তি পাবে মে মাসের ৫ তারিখ। হিন্দি, তামিল তেলুগু ও মালয়ালাম ভাষায় মুক্তি পাবে এই ছবি।

বিতর্ক উঠেছে ছবিটির গল্পকে কেন্দ্র করেই। অভিযোগ, ‘দ্য কেরালা স্টোরি’ ছবির ট্রেলারে দেখানো হয়, কেরালা থেকে ৩২ হাজার নারীকে ধর্মান্তরিত করে নিয়ে তাদের সিরিয়া ও আফগানিস্তানে আইএসআইয়ের প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু তাই নয়, ছবিতে কেরালাকে সন্ত্রাসবাদীদের ‘সেফ হেভেন’ হিসেবে দেখান হয়েছে। এমনকি, টিজারের এক সংলাপেও আপত্তি উঠেছে। কেরালায় সাধারণ মেয়েদের ধর্মান্তরিত করে ভয়ংকর সন্ত্রাসীতে পরিণত করার মারণখেলা চলছে, এমনটাই বলেছে এক নারী চরিত্র। যা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়।

এখানেই শেষ নয়, কয়েকদিন আগে ছবিটি নিষিদ্ধ করার অনুরোধ করে তামিলনাড়ুর সাংবাদিক বি আর অরবিন্দদক্ষণ। তার দাবি, যে তথ্য সিনেমাটিতে তুলে ধরা হয়েছে, তার পক্ষে সঠিক প্রমাণ না থাকলে ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই অভিযোগের একটি কপি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও পাঠানো হয়। এই আবেদনপত্রের ওপর ভিত্তি করেই এফআইআর দায়ের করা হয়েছে ছবির টিমের বিরুদ্ধে।

কংগ্রেস নেতা ভিডি সাথিসান এই চলচ্চিত্রকে ‘ভুল তথ্যের নজির’ অ্যাখ্যা দিয়েছেন। তার অভিযোগ, এই ছবি ‘কেরালার ভাবমূর্তি ক্ষুণ্ন’ করতে ও মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানোর কারণেই বানানো হয়েছে। তবে এই বিতর্ক নিয়ে এখনও মুখ খোলেননি ছবির পরিচালক। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর