রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দশ দিনে কত আয় করল ‘সাইয়ারা’? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৫, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

দশ দিনে কত আয় করল ‘সাইয়ারা’? 

মারকাটারির ভিড়ে রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’ দিয়ে রীতিমতো দেখিয়ে দিলেন মোহিত সুরি। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিটি প্রেক্ষাগৃহে চলছে রমরমিয়ে। ফলে ফুলে-ফেঁপে উঠেছে বক্স অফিস। চলুন জেনে নেওয়া যাক সিনেমাটির ১০ দিনের আয়ের হিসাব।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির প্রথম দিনে ছবিটি পকেটে তুলে নিয়েছিল ২১.৫ কোটি রুপি। দশম দিনে এসে ছবিটির বক্স অফিস আয় ৩০ কোটি রুপি। সব মিলিয়ে দশ দিয়ে ‘সাইয়ারা’ আয় করেছে ১৮৫.৮৭ রুপি।


বিজ্ঞাপন


যশ রাজ ব্যানারে নির্মিত ‘সাইয়ারা’ তরুণ প্রজন্মের পছন্দের ছবি হয়ে উঠেছে। ছবিতে আহান পান্ডের সঙ্গে অনীত পান্ডার জুটি সকলকে মুগ্ধ করেছে। নতুন অভিনেতাদের অভিনয়ও বেশ প্রশংসা পাচ্ছে। ‘সাইয়ারা’-এর গল্পই শুধু নয়, এর গানগুলোও সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ট্রেন্ড করছে। প্রথম দিনেই ছবিটি জাদু দেখিয়েছিল।

এদিকে এরইমধ্যে ‘হাউসফুল ৫’-এর আয়কে পিছনে ফেলেছে ‘সাইয়ারা’। অপেক্ষা ভিকি কৌশলের ‘ছাবা’-কে পেছনে ফেলার। ধারণা বেশি সময় নেবে না ভিকির ছবিকে টপকে যেতে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর