শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রতারণার মামলায় গ্রেফতার ইউটিউবার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

প্রতারণার মামলায় গ্রেফতার ইউটিউবার

প্রতারণার করে ১৯ লাখ রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগে ভারতের ইউটিউবারকে গ্রেফতার করেছেন দেশটির পুলিশ। গত ১৩ জুন দিল্লি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আটকের পর থেকেই পুলিশ হেফাজতে রয়েছে ২৭ বছর বয়সী ইউটিউবার। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

দিল্লির এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গ্রেফতার ইউটিউবারের নাম পীযূষ কে। সোশ্যাল মিডিয়ায় পাঁচ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে তার। নিয়মিত প্র্যাঙ্ক ভিডিও পোস্ট বানান। পীযূষের বিরুদ্ধে অভিযোগকারী ওই নারী মুম্বাইয়ের উত্তর শহরতলিতে বসবাস করেন। তিনি অভিযোগ করেছেন ইউটিউবার পীযূষ ভয়ভীতি দেখিয়ে উনিশ লাখ টা হাতিয়ে নিয়েছেন। 


বিজ্ঞাপন


ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, ৪৫ বছর বয়সী ওই নারী মুম্বাইয়ের উত্তর শহরতলিতে থাকেন। তিনি ইউটিউবার পীযূষের চ্যানেল ফলো করতেন এবং তার পোস্টে নিয়মিত কমেন্ট করতেন। সেখান থেকে দুইজনের পরিচয় হয়। এরপর ফোন নম্বর দেওয়া-নেওয়া হয়।

Screenshot_2025-06-18_153717

পরবর্তীতে গত বছরের নভেম্বরে ওই নারীর কাছে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চান পীযূষ। তখন অভিযোগকারী ওই নারী ১ লাখ রুপি দেন । একমাস পর অর্থাৎ ডিসেম্বর মাসে বিভিন্ন কারণ দেখিয়ে ওই নারীর কাছ থেকে নিয়মিত অর্থ নিতে থাকেন। 


বিজ্ঞাপন


এভাবে পীযূষের চাহিদা বাড়তে থাকায় একপর্যায়ে অর্থ দেবেন না বলে জানান ওই নারী। তখন ওই নারীকে ইউটিউবার হুমকি দেয়, চাওয়া অনুযায়ী অর্থ না দিলে তাদের আলাপনের স্ক্রিনশট ফাঁস করে দেবেন। এছাড়াও পুলিশ দিয়ে গ্রেফতার করার হুমকিও দেন। ভয়ভীতির কারণে ভুক্তভোগী নারী বিভিন্ন সময় ১৯ লাখ রুপি দেন ইউটিউবার পীযূষকে। 

nocaption-ezgif.com-webp-to-jpg-converter#no_caption❤️

ভুক্তভোগীর সব অর্থ শেষ হওয়ার পরও চাপ দেওয়ায় বাধ্য হয়ে মে মাসে তথ্যপ্রযুক্তি আইনে উত্তর সাইবার পুলিশের কাছে অভিযোগ জানান। এ অভিযোগের ভিত্তিতে গত ১৩ জুন দিল্লিতে অভিযানে চালিয়ে পীযূষকে গ্রেফতার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লি থেকে মুম্বাই আনা হচ্ছে অভিযুক্ত ইউটিউবারকে।  
 
ইএইচ/

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর