গতকাল রোববার পর্দা নেমেছে ‘প্যারিস ফ্যাশন উইক ২০২৫’ আসরের। ফ্রান্সের রাজধানী ও ফ্যাশনের শহর প্যারিসে গত ২৪ জুন থেকে শুরু হয়ে ২৯ জুন পর্যন্ত চলে এই ফ্যাশন উইক। ফ্যাশনে বসন্তের ছোঁয়া নিয়ে বিশ্বের সব বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড তাদের পোশাক প্রদর্শন করে। তবে এবারের আসারে পোশাককে ছাপিয়ে আলোচনা অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রাহমান ও বিটিএস সদস্য জে-হোপকে নিয়ে।
গতকাল সমাপনী অনুষ্ঠানে সংগীত পরিচালক এ.আর. রহমান ও ফ্যারেল উইলিয়ামস ‘প্যারিস ফ্যাশন উইক’-এর শো চলাকালীন তাদের নতুন ট্র্যাক “ইয়ারা পাঞ্জাবি” গানটি প্রকাশ করেন। গানটি আরও বেশি নজর কাড়ে যখন দেখা যায় বিখ্যাত কে-পপ শিল্পী ও বিটিএস সদস্য জে-হোপ সামনের সারিতে বসে সেই গানের তালে মেতে উঠেছেন।

এ আর রহমানের গানের তালে বিটিএসের জে-হোপের মাথা দোলানার ভিডিওটি নিজের ইন্সটাগ্রামে ভাগ করে নিয়েছেন ভারতীয় এ সংগীতশিল্পী। এরপর থেকে অনুরাগীদের মন্তব্য করেন কবে একসঙ্গে দেখা যাবে দুই জনপ্রিয় সংগীত শিল্পীকে।
এ আর রহমানের ভিডিও মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘জে-হোপ এ.আর. রহমানের গানে নাচছে! এটা দারুণ দৃশ্য।’ অন্য একজন লিখেছেন, ‘যদি বিটিএস কারও সঙ্গে যৌথভাবে গান করে, আমি চাই সেটা এ.আর. রহমানের সঙ্গে হোক। উনি একজন সঙ্গীত যাদুকর। ওনার সাথে অনন্ত একটা কাজ দেখতে চাই।’

তবে এ আর রাহমান কেবল ভিডিও পোস্ট করেই ডুব মেরেছেন। জে-হোপের সঙ্গে কাজের বিষয়ে আনুষ্ঠানিক কিছু জাননি। অন্যদিকে বিটিএস তারকারও মুখ কুলুপ এটেছেন।
বলে রাখা ভালো, গত একবছরে বেশকিছু কোলাব ও ক্রসওভার দেখেছে সংগীতপ্রেমীরা। যেমন ব্রিটিশ সংগীতশিল্পী ক্রিস মার্টিনের ভারতীয় ক্রিকেটার জসপ্রীত বুমরাহকে প্রশংসা, মুম্বাইয়ে এড শিরান ও শাহরুখ খান একসঙ্গে তাল মেলানো, অরিজিৎ সিং ও ডিজে মার্টিন গ্যারিক্স একই স্টেজে একসঙ্গে পারফর্ম করেন; এসব যেন ভক্তদের কাছে ছিল স্বপ্নের মতো। যা এ আর রহমান ও জো-হোপের অনুরাগীদের মনে আশা জাগাচ্ছে।
ইএইচ/

