ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সম্প্রতি ‘সাত দিনের প্রেম’ নাটকের শুটিং চলাকালীন আহত হন। দুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও শুটিং করেন। পরে চিকিৎসকের কাছে গেলে জানতে পারেন তাঁর পায়ে চিড় ধরেছে।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘কীভাবে যে কী ঘটে গেল, টেরই পাইনি। আনন্দ নিয়েই আমরা শুটিং করছিলাম। রাস্তায় সেদিনের শুটিংয়ে একটি দৃশ্যের জন্য দৌড় দিতে যাওয়ার প্রয়োজন পড়ে। এ সময় লাইটস্ট্যান্ডে পায়ের ধাক্কা লাগে। এতে রাস্তায় পড়ে যাই। আমার হাঁটুর চামড়া ছিলে যায়। শুরুতে খুব একটা গুরুত্ব দিইনি। তাৎক্ষণিকভাবে ব্যান্ডেজ লাগিয়ে শুটিং করি। বাসায় ফেরার পর ব্যথা বাড়তে থাকে। এরপর চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পারি, পায়ে চিড় ধরেছে। তারপর পায়ে প্লাস্টার করতে হয়।’

‘সাত দিনের প্রেম’ নাটকটি পারিচালনা করেছেন রাইসুল তমাল। এই নাটকে তিনি জুটি বেঁধেছেন অভিনেতা আরশ খানের সঙ্গে। বর্তমানে পায়ে প্লাস্টার রয়েছে। ডাক্তার তাঁকে বিশ্রাম নিতে বলেছিলেন। তবুও অসুস্থ অবস্থায় গতকাল শনিবার ভোরে নাটকের শুটিং শেষ করেছেন সুনেরাহ।
অভিনেত্রী কথায়, ‘যদিও ব্যথা ছিল, কিন্তু কাজটা শেষ করায় পরিচালকের স্বস্তি হয়েছে। আমার কারণে কাজটা আটকে থাকুক, তা একেবারে চাইনি। আমি যখন কোনো কাজ হাতে নিই, চেষ্টা থাকে সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে করার। এই কাজটার ক্ষেত্রেও তেমনটাই করেছি। তবে প্লাস্টারসহ পা নিয়ে শুটিংয়ের ক্ষেত্রে বেশ কৌশল অবলম্বন করতে হয়েছে। যাতে কোনো কিছু না বোঝা যায়।’
এর আগে গত বুধবার (২৩ জুলাই) রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে শুটিং সেটে আহত হন তিনি। দুর্ঘটনার শিকার হয়ে পায়ে আঘাত পান বিষয়টি সোশ্যাল মিডিয়া একটি পোস্টে নিজেই জানিয়েছিলেন।
ইএইচ/

