শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

সাগরের সঙ্গে রিলেশনশিপ হয়ে গেছে: সুনেরাহ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

সাগরের সঙ্গে রিলেশনশিপ হয়ে গেছে: সুনেরাহ

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ক্যারিয়ারের প্রথম ছবি ‘ন ডরাই’তে অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন। মাঝে কিছুদিন ছোট পর্দায়ও দেখা গিয়েছিল তাকে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক স্বাক্ষাৎকারে তিনি বলেছেন, সাগারের প্রতি অদ্ভুত ভালোবাসা হয়ে গেছে।  

‘জয় বাংলার ধ্বনি’ সিনেমায় থাকছেন না সুনেরাহ


বিজ্ঞাপন


একা একা ঘুরতে পছন্দ করেন সুনেরাহ। অভিনেত্রী জানান, ঘুরতে যাওয়ার আগে সবার সঙ্গে পরিকল্পনা করতে গেলে তা আর হয় না। তাই ঘুরতে যাওয়ার সিদ্ধন্ত নিয়ে সবাইকে জানায়, আগ্রহী হলে একসঙ্গে যায় নইলে আমি একাই ঘুরতে বেরিয়ে পড়ি। 

377422503_10224949173701548_4865264816973352056_n

ঘুরতে যাওয়ার জন্য কোন জায়গা বেশি পছন্দ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক আগে থেকে সাগরের প্রতি একটা অদ্ভুত টান কাজ করে। সে ভালোবাস কাউকে বোঝাতে পারবো না। টানা কয়েক দিন বাসায় থাকলে মনে হয়, ইশ্‌, আমি যদি একটু সমুদ্রে গিয়ে পানিতে পা ভিজিয়ে বসে থাকতে পারতাম! ওটা আলাদা একটা মেডিটেশন। সাগরের সঙ্গে আলাদা একটা রিলেশনশিপ হয়ে গেছে।’

আমি আমার জায়গা থেকে সৎ: সুনেরাহ


বিজ্ঞাপন


তিনি যোগ করেন, ‘ন ডরাই’ সিনেমার কাজ হয়েছিল সমুদ্র পাড়ে। এই সিনেমায় অভিনয়ের পর সাগরের প্রতি ভালোবাসা আরও বেড়েছে। এ সম্পর্কটা মরার আগপর্যন্ত থাকবে মনে হয়। 

275041367_10221618160348296_4312609240476746877_n

বলে রাখা ভালো, আসন্ন ঈদে শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগী’তে দেখা যাবে অভিনেত্রীকে। এতে আরো অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, মনোজ প্রামাণিক, রাশেদ মামুন অপু, শহিদুজ্জামান সেলিম প্রমুখ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর