ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। বুধবার (২৩ জুলাই) রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে একটি নাটকের শুটিং করছিলেন তিনি। সেখানেই আহত হয়েছেন দর্শকপ্রিয় এ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া একটি পোস্টে তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
সন্ধ্যায় ফেসবুক পোস্ট করে দুই পায়ের ছবি দিয়ে অভিনেত্রী বলেন, আজ (বুধবার) শুটিংয়ের সময় একটি পালানোর দৃশ্য করতে গিয়ে লাইট স্কিমার স্ট্যান্ডে হোঁচট খেয়ে পড়ে যাই এবং হাঁটুতে আঘাত পাই। যদিও খুব গুরুতর কিছু নয় আশা করি।
বিজ্ঞাপন
দুর্ঘটনার বিষয়ে গণমাধ্যমকে সুনেরাহ জানিয়েছেন, একটি দৃশ্যে তাকে ঘুরতে হচ্ছিল। সে সময় অসাবধানতাবশত শুটিং ইউনিটের একটি লাইটের স্ট্যান্ডে আঘাত লেগে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান তিনি। এতে দুই পায়ের হাঁটুতে তীব্র আঘাত পান, এমনকি হাঁটুর চামড়া ছিঁড়ে মাংস বের হয়ে যায়। রক্তক্ষরণও হচ্ছিল ব্যাপকভাবে।
_20250724_112526531.png)
সুনেরাহ কথায়, ‘শুটিংয়ের সময় পড়ে যাওয়ার পর অনেক রক্ত বের হচ্ছিল, প্রথমে ব্যথা তেমন টের পাইনি। কিন্তু এখন প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। যদিও দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
বিজ্ঞাপন
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ক্যারিয়ারের প্রথম ছবি ‘ন ডরাই’তে অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন। গত ইদুল ফিতরে ‘দাগি’ সিনেমা এবং কোরবানি ঈদে ‘উৎসব’ সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের নজর কেঁড়েছেন। সম্প্রতি ছোট পর্দায়ও নিয়মিত দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
ইএইচ/

