রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমি যতদিন ‘ব্যাচেলর পয়েন্ট’ করেছি ততদিন ফ্যামিলি ফ্রেন্ডলি ছিল: মিম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

আমি যতদিন ‘ব্যাচেলর পয়েন্ট’ করেছি ততদিন ফ্যামিলি ফ্রেন্ডলি ছিল: মিম

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রতিটি চরিত্র দর্শকদের মনে গেঁথে গেছে। ২০২৩ সালে এ ধারাবাহিকের চতুর্থ সিজন শেষ করেন কাজল আরিফিন অমি। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে আবারও সম্প্রচারে এসেছে ‘ব্যাচেলর পয়েন্ট-৫’। তবে দর্শকদের চোখে পড়েছে এক শূন্যতা— গত ৩ সিজনে দেখা নেই প্রিয় মুখ নাদিয়া মিমের। 

‘ব্যাচেলর পয়েন্ট’-এ মিমের অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন। কেন ছেড়ে দিলেন? ব্যক্তিগত সিদ্ধান্ত, পেশাগত পরিকল্পনা না কি অন্য কোনো কারণ? সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে খোলামেলা আলাপকালে অভিনেত্রী বলেন, ‘আমি দ্বিতীয় সিজন পর্যন্ত ধারাবাহিকের সঙ্গে ছিলাম। তারপর ৩,৪,৫ এবং এরপর কিছু অভিনয়শিল্পী পরিবর্তন হয়েছে। ব্যাচেলর পয়েন্ট নাটকটি যেভাবে শুরু হয়েছিল তার দিকও একটু পরিবর্তন হয়েছে।’ 

496214203_18475333318069644_3329348154206724702_n

নাদিয়া মিম যোগ করেন, ‘আমি যতটুকু পর্যন্ত করেছি, ততটুকু পর্যন্ত এটা মোটামুটি ফ্যামিলি ফ্রেন্ডলি শো ছিল। আমি তেমন কোনো অশ্লীলতা বা যে শব্দগুলোতে বিপ দিতে হচ্ছে, এইধরণের স্ক্রিপ্টে কাজ করে আসেনি। আমরা সবাই জানি অনলাইনে বাঁধা ধরা তেমন কিছুই থাকে না। অনলাইন চলে গেলে সেটা ইউটিউব বা ওটিটি প্ল্যাটফর্মে হোক সেক্ষেত্র সীমাবদ্ধতা অনেকটা কমে যায়।’  

বলে রাখা ভালো, গত চার পর্বের মতো এবারও অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লালিমা।  

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর