‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫ নিয়ে দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে। নির্মাতা কাজল আরেফিন অমিও দর্শকদের মূল্যায়ন করেছেন। ওটিটি মাধ্যমে দেখা যাচ্ছে ধারাবাহিকটি। তবে ইউটিউবে এখনও অধরা। ফলে অনেকেই হতাশ। এবার তাদের সুখবর দিলেন অমি। জানালেন শিগগিরই ইউটিউবে আসছে ধারাবাহিকটি।
ঘোষণাটি সামাজিক মাধ্যমে দিয়েছেন অমি। নিজের ফেসবুকে লিখেছেন, ‘‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫ বুম ফিল্মসের ইউটিউবে আসছে।’’ এ খবর পেতেই পোস্টে মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে। নেটিজেনরা জানাচ্ছেন ধন্যবাদ ও শুভকামনা।
বিজ্ঞাপন
যদিও এর আগে অমি বলেছিলেন, ‘প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫। ওটিটির সঙ্গে একইদিন রাত ৯ টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম এপিসোড রিলিজ পাবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে।’
‘ব্যাচেলর পয়েন্ট’-এর আগের সিজনগুলোতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা প্রমুখ। এবারও তারা রয়েছেন।

