পরপর চার কিস্তিতে সফলতা পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। এবার এসেছে সিজন ৫। প্রকাশের পরপরই এসেছে আলোচনায়। প্রতিবারের মতো এবারও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছেন কাবিলা চরিত্রে জিয়াউল হক পলাশ। অজানা তথ্যটি হলো ধারাবাহিকটিতে পলাশের মা-ও আছেন।
তবে পর্দায় দেখা যায়নি পলাশের মাকে। শোনা গেছে কণ্ঠ। ধারাবাহিকটিতে কাবিলার মা পলি চেয়ারম্যান। পর্দায় চরিত্রটিতে প্রয়াত অভিনেত্রী গুলশান আরাকে দেখা গেছে। তবে কাবিলার সঙ্গে তার মায়ের ফোনালাপের সময় যে কণ্ঠটি শোনা গেছে সেটি পলাশের মায়ের। সংবাদমাধ্যমকে বিষয়টি ব্যচেলর পয়েন্ট নির্মাতা কাজল আরেফিন অমি।
বিজ্ঞাপন
অভিনেত্রী গুলশান আরার অবর্তমানে পলি চেয়ারম্যান চরিত্রটির কী হবে জানতে চাইলে অমি বলেন, ‘কাবিলার সঙ্গে তার মায়ের কথোপকথনে ফোনের ওপারে কে থাকেন, তা এখন পর্যন্ত কেউ জানতেন না। এটি গুলশান আরা আপার কণ্ঠ না। এটিতে আমরা সত্যি সত্যি কাবিলার (জিয়াউল হক পলাশ) মায়ের কণ্ঠ ব্যবহার করেছি। আগে কখনও তিনি কোথাও কণ্ঠ দেননি। আর নোয়াখালীর আঞ্চলিক ভাষাটা কাছাকাছি রাখার জন্য আমরা সংলাপগুলো গুলশান আরা আপাকে অডিও আকারে দিতাম, তিনি শুনে শুনে তার মতো করে বলতেন। আন্টি নানান অসুখ–বিসুখে থাকেন। তারপরও আমাদের কাজটি করে দেন।’
এরইমধ্যে ওটিটিতে প্রচারিত ধাবাহিকটির ১-৮ পর্ব আজ ১০ জুলাই থেকে ইউটিউবে মুক্তি পেতে যাচ্ছে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫। আজ থেকে ওটিটি মাধ্যমে দেখা যাবে এর ৯-১৬ পর্ব।

