বলিউড অভিনেতা রাজকুমার রাও ও অভিনেত্রী পত্রলেখার দীর্ঘ এক দশকের প্রেমের সম্পর্ক পরিণয় ঘটে ২০২১ সালে। এরইমধ্যে কেটেগেছে প্রায় চার বছর। এবার অনুরাগীদের সুখবর দিলেন তারকা দম্পতি। গাঁটছড়া বাঁধার চার বছর পর বাবা-মা হচ্ছেন তারকা জুটি।
গতকাল বুধবার (১০ জুলাই) সামাজিকমাধ্যমে বাবা হওয়ার সুখবর জানিয়েছেন রাজকুমার নিউজে। বাবা হওয়ার সুখবর জানিয়েছে একটি ফটোকার্ড ভাগ করে জানিয়ে দিলেন খুব শীঘ্রই তাঁদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য। ওই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘উচ্ছ্বসিত’। এর সঙ্গে যুক্ত করেছেন দুইটি লাল হার্ট।

তারকা জুটির বাবা-মা হওয়ার খবর জানার পর অনুরাগীরাসহ বলিউড তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। জনপ্রিয় কোরিওগ্রাফার ফারাহ খান অভিনেতার পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, ‘অবশেষে খবরটা প্রকাশ পেল! এই খবরটা নিজের মধ্যে রাখতে ভীষণ কষ্ট হচ্ছিল। দুইজনকে অভিনন্দন।’
বলে রাখা ভালো, ২০১৪ ‘সিটি লাইট’ ছবিতে জুটি বেঁধেছিলেন রাজকুমার ও পত্রলেখা। সেই ছবির শুটিং ফ্লোর থেকেই শুরু তারকা জুটির প্রেম কাহিনি। তবে দীর্ঘদিন তাঁদের প্রেমের কথা গোপন রেখেছিলেন।
ইএইচ/

