বলিউড অভিনেতা রাজকুমার রাও সম্প্রতি মুম্বাইয়ের জুহু অঞ্চলে ৪৪ কোটি রুপিতে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। যা আগে ছিল অভিনেত্রী জাহ্নবী কাপুরের। এই স্বপ্নপূরণের পেছনে রয়েছেন বলিউড কিং শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন রাজকুমারের স্ত্রী পত্রলেখা পাল।
ভারতীয় বিনোদন সংবাদমাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে অভিনেত্রী পত্রলেখা বলেন, শাহরুখের সঙ্গে প্রথমবার যখন দেখা হয়। তখন রাজকুমারকে পরামর্শ দিয়েছিলেন, “যখনই বাড়ি কেনার পরিকল্পনা করবে, সামর্থ্যের বাইরে গিয়ে বাড়ি কিনবে। এতে তুমি নিজেও আরও বেশি পরিশ্রমী হবে।” এই পরামর্শের অনুপ্ররণায় রাজকুমার ও তার স্ত্রী পত্রলেখার নতুন ঠিকানা মুম্বাইয়ের বিলাসবহুল অঞ্চল জুহুতে।

বলিউড বদশার সঙ্গে প্রথমবার সাক্ষাৎকারের প্রসঙ্গে টেনে পত্রলেখা বলেন, ‘আমি তাকে দেখে মুগ্ধ হয়েছি। তার আচারণ এবং ভদ্রতা আমাকে মুগ্ধ করেছে। শাহরুখের সম্পর্কে যা শোনা যায় সবটাই সত্যি, তিনি একদমই ওরকম। তিনি দয়ালু, সুবক্তা এবং শ্রদ্ধাশীল। আমি তার সাথে দেখা করে মুগ্ধ হয়েছিলাম।’
রাজকুমার শাহরুখের সাথে মান্নাতের মতো বাড়িতে থাকার স্বপ্নের কথা বলেছিলেন। তখন বলিউড কিং রাজকুমার কে বড় বাড়ি কেনার পরামর্শ দিয়েছিলেন। কারণ, এটি তাকে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে। পত্রলেখা উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘শাহরুখ স্যারকে ধন্যবাদ, আজ আমাদের একটি বাড়ি হয়েছে তার জন্যই।’
বলে রাখা ভালো, অভিনেত্রী পত্রলেখাকে শেষবার প্রতীক গান্ধীর সঙ্গে ‘ফুলে’ ছবিতে দেখা যায়। ছবিটি জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রীবাই ফুলের জীবন অবলম্বনে নির্মিত হয়েছিল। অভিনেত্রীকে আগামীতে রিভেঞ্জ ক্রাইম থ্রিলার ‘সূর্যাস্ত’-এ দেখা যাবে।
ইএইচ/

