রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাহুলের সঙ্গে শ্রদ্ধার গোপন ভিডিও ফাঁস, চটলেন রাভিনা ট্যান্ডন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

রাহুলের সঙ্গে শ্রদ্ধার গোপন ভিডিও ফাঁস, চটলেন রাভিনা ট্যান্ডন 

রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধা কাপুরের প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। কফিশপ, রেস্তরাঁ থেকে প্রিমিয়ার, বলিউডের হাইপ্রোফাইল পার্টিতেও একসঙ্গে দেখা যায় তাদের। এবার মাঝ আকাশে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল দুজনকে। সে গোপন ভিডিও এরইমধ্যে ফাঁস।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে উড্ডয়নরত বিমানে অন্তরঙ্গ কথোপকথনে মত্ত ছিলেন শ্রদ্ধা-রাহুল। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই তাদের। মোবাইলের স্ক্রিন দেখিয়ে শ্রদ্ধা কিছু একটা আলোচনা করছিলেন প্রেমিকের সঙ্গে। আর সুযোগ বুঝে এহেন অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দিয়েছেন জনৈক বিমানবালা।

619461-xk3bsyj7_20250303_131730989

এদিকে শ্রদ্ধা-রাহুলের গোপন ভিডিওতে যখন মেতেছে নেটপাড়া তখন বেশ বিরক্ত রাভিনা ট্যান্ডন। তিনি মনে করছেন এতে গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। যা একজন বিমানসেবিকার নৈতিকতার মধ্যে পড়ে না।

তিনি বলেন, “এটা তো কারও গোপনীয়তা লঙ্ঘন করা। এহেন কাজ করার আগে ক্রুদের এই নিয়মটা ভালোভাবে জানা উচিত ছিল। সম্মতি নিতে হতো ওদের কাছ থেকে। বিমানের ক্রু মেম্বারদের কাছ থেকে এহেন কর্মকাণ্ড একেবারেই অপ্রত্যাশিত।”

shordha_20250303_131923862

রাহুল পেশায় একজন লেখক। তার সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্ঠতা ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিতে কাজ করার সময়। তারপর থেকেই বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা যায় তাদের। অনেক সময় তা পাপারাজ্জিরা প্রকাশ করেছেন। কখনও নিজেরাও ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর