রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোদির সঙ্গে প্রেম করছেন শ্রদ্ধা কাপুর! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২৪, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

মোদির সঙ্গে প্রেম করছেন শ্রদ্ধা কাপুর! 

অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল মোদির সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তবে কখনও মুখ খোলেননি নায়িকা। এবার সরব হলেন। সম্পর্কে দিলেন সীলমোহর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ইনস্টাগ্রামে রাহুল মোদির সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন শ্রদ্ধা। নতুন ছবিতে তাদের সাদা পোশাকে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে। শ্রদ্ধা রাহুলের হাত ধরে হাসছেন। ক্যাপশনে শ্রদ্ধা লিখেছেন, ‘দিল রাখ লে, নিন্দ তো ওয়াপাস দে ইয়ার (আমার হৃদয় কেড়ে নাও, অন্তত আমার ঘুমটা ফিরিয়ে দাও)।’ সঙ্গে হাসি মুখ আর লাল হৃদয়ের ইমোটিকন।


বিজ্ঞাপন


Snapinsta.app_448562048_18424722604067341_7316522417033670738_n_1024

শ্রদ্ধা ও রাহুলকে একঙ্গে দেখা গিয়েছিল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবে। গত বছর মুম্বাইয়ে এক নৈশভোজের পরেও তাঁদের একসঙ্গে স্পট করা গিয়েছিল। 

একটি সূত্র সেই সময় জানিয়েছিল, ‘একসঙ্গে ছবি তুলতে চায় না ওরা। সম্পর্কটা একেবারেই ব্যক্তিগত রাখতে চায়। এখনই জনসমক্ষে নিয়ে আসাতে রাজি নয়’। তবে বোঝা গেল, আশিকি ২ অভিনেত্রী বর্তমানে তৈরি তার প্রেমকে এবার জনসম্মুখে আনতে। তারই আভাস দিলেন সোশ্যাল মিডিয়ায়। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর