বলিউডের জনপ্রিয় নায়কা শ্রদ্ধা কাপুর গোপনে প্রেম করছেন রাহুল মোদীর সঙ্গে। বি-টাউনে বহুদিনের গুঞ্জন। দুজনকে একসাথে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে দেখা গেছে। আবার কখনও একসাথে বিয়ের মঞ্চে নেচেছেন। নায়কার অনুরাগীরা তাদের প্রেমের সম্পর্ক নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন, তো কখনও বাইশ।
বিজ্ঞাপন
৩ মার্চ সোমবার ৩৮-এ পা রাখছেন শ্রদ্ধা। জন্মদিনের আগে ভাইরাল হয়েছে প্রেমিকের সাথে ঘনিষ্ঠ ছবি। এক ভিডিওতে দেখা গেছে মুঠোফোনের ওয়ালপেপারে ব্যবহার করছেন তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ব্যস, গুঞ্জনে নতুন ইন্ধন।
তবে তাদের প্রেমের বিষয়ে মুখ খুলতে রাজি নন। সাংবাদিকরা ওঁৎ পেতে রয়েছেন হাতনাতে ধরার জন্য। এরইমধ্যে সামনে এলো শ্রদ্ধার মোবাইল স্ক্রিনে তাদের ঘনিষ্ট ছবি। নেটিজেনরা ধারণা করছে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক।
‘ভালো মেয়ে’র মুখোশ পরে থাকেন শ্রদ্ধা কাপুর!
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নেটিজেনরা মনে করছেন এবারের জন্মদিনে বিশেষ ব্যক্তিকে প্রকাশ্যে আনতে চলেছেন শ্রদ্ধা? ভিডিও দেখে কানাঘুষাও শুরু হয়েছে।
বিজ্ঞাপন
একটি সূত্র জানিয়েছিল, ‘তারা সম্পর্কটা একেবারেই ব্যক্তিগত রাখতে চান। এখনই জনসমক্ষে নিয়ে আসাতে রাজি না’। তবে বোঝা গেল, ‘আশিকি ২’ অভিনেত্রী বর্তমানে তৈরি তার প্রেমকে এবার জনসম্মুখে আনতে। তারই আভাস দিলেন শ্রদ্ধা।
ইএইচ /আরআর