রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছুটির দিনগুলোতে বিশেষ এক প্রিয়জনকে ভেবে কাঁদেন রাশমিকা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

ছুটির দিনগুলোতে বিশেষ এক প্রিয়জনকে ভেবে কাঁদেন রাশমিকা 

প্রাপ্তির ঝুলি কানায় কানায় পূর্ণ রাশমিকা মান্দানার। ফ্যান-ফলোয়ার ও ব্যবসাসফল সিনেমায় ভরা তার ভাণ্ডার। তবুও ছুটির দিনগুলো কেঁদে কাটান অভিনেত্রী। বিশেষ এক প্রিয়জনকে ভেবে চোখের জল ফেলেন। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছুটির দিনে অভিনেত্রীর মনে পড়ে নিজের ১৬ বছরের ছোট বোনকে। তিনি বলেন, “ছুটির দিনগুলো আমি খুব কাঁদি। আমার এক বোন রয়েছে, যে আমার চেয়ে ১৬ বছরের ছোট। ওর বয়স এখন ১৩ বছর। উচ্চতায় প্রায় আমার কাছাকাছি চলে এসেছে। কিন্তু গত আট বছরে, আমি কাজ শুরু করার পরে ওর বড় হয়ে ওঠার সফরটাই দেখতে পাইনি।”

rashmika-20230510171316

আরও বলেন, ‘গত দেড় বছরে একবারও আমি বাড়ি যেতে পারিনি। বন্ধুদের সঙ্গে দেখা করতে পারিনি। আগে কোনো পরিকল্পনা করলে, বন্ধুরা অন্তত আমাকে জানাত। কিন্তু এখন ওরা সেটাও করে না। এই বাস্তব সত্যিই দুঃখের।’

সবশেষ রাশমিকাকে দেখা গেছে ‘সিকান্দার’ সিনেমায়। এতে তার বিপরীতে দেখা গেছে সালমান খানকে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও এর আগে মুক্তিপ্রাপ্ত রাশমিকার ‘পুষ্পা’, ‘পুষ্পা ২’, ‘অ্যানিমেল’ ও ‘ছাভা’গুলো দারুণ ব্যবসা করেছে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর