ভারতবর্ষের সিনেমা ইন্ডাস্ট্রিগুলোতে সুন্দরী নায়িকাদের ছড়াছড়ি থাকলেও রাশমিকা মান্দানার সৌন্দর্যের জৌলুসটা একটু বেশিই। একারণে দেশটির জাতীয় ক্রাশ হিসেবে পরিচিত এই দক্ষিণি তারকা। সম্প্রতি বেশ বিপাকে পড়েছেন তিনি। চিকেন বার্গার খেতে গিয়ে নেটিজনদের কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
অনেকেই ভাবতে পারেন, চিকেন বার্গারের খাওয়া নিয়ে এত সমালোচনা কেন! আসলে বিভিন্ন সাক্ষাৎকারে রশ্মিকা জানিয়েছেন, তিনি নিরামিষাশী। মাছ মাংস একেবারেই খান না। কিন্তু বিজ্ঞাপনে চিকেন বার্গার খেতে দেখেই বিস্মিত তার অনুরাগীরা।
বিজ্ঞাপন
রাশমিকাকে দেখে নেটাগরিকদের একটা বড় অংশ প্রশ্ন তুলেছেন, তিনি যে নিজেকে নিরামিষাশী বলেছিলেন, তাহলে? বিজ্ঞাপনের ভিডিও ভাইরাল হতেই এক ব্যক্তি রশ্মিকাকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘ওর তো ঠোঁটের ডগায় মিথ্যা কথা। এই সত্যিটা জানানোর ধন্যবাদ।’
কেউ আবার রাশমিকার পক্ষ নিয়ে লিখেছেন, ‘হয়তো বা এটা নকল চিকেন। তবে রাশমিকা যখন নিজেকে নিরামিষাসী বলেছেন তখন এই বিজ্ঞাপন করা উচিত হয়নি।’
অন্যদিকে, অনেকেই রাশমিকার পক্ষ নিয়ে বলেছেন, ‘যারা বিজ্ঞাপনে কাজ করেন, তারা শুধুই অভিনয়টাই করেন।’অবশ্য এসব সাফাই কানে তুলছেন না নিন্দুকেরা। তারা কটাক্ষ করেই চলেছেন। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি রাশমিকা।

