দুই বাংলা জনপ্রিয় অভিনেত্রী জয় আহসান ‘ডিয়ার মা’ সিনেমায় প্রথমবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। গতকাল বৃহস্পতিবার অন্তর্জালে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। ৩ মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলারে উঠে এসেছে মা-মেয়ের সম্পর্কের টানপোড়েন।
ট্রেলার মুক্তির পর থেকে সিনেমাটি নিয়ে জয়ার ভক্তদের আগ্রহ তুঙ্গে। সে আগ্রহের আগুনে ঘি ঢাললেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। আজ শুক্রবার অভিনেতার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জয়ার আসন্ন সিনেমার ট্রেলারটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অমিতাভ। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘টোনি দা..আমার শুভকামনা সবসময় তোমার সঙ্গে আছে।’

অমিতাভ বচ্চনের পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী জয়া আহসান। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘শুক্রবার শুরু হলো একটুখানি হাসি দিয়ে। অমিতাভ বচ্চন ‘ডিয়ার মা’ ছবির ট্রেলার শেয়ার করেছেন। অমিতাভ বচ্চন স্যার আপনার আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ।’
জয়ার পোস্টে অনুরাগীরা ‘ডিয়ার মা’-এর জন্য শুভকামনা জানিয়েছেন। ওই পোস্টের মান্তব্যের ঘরে অভিনেত্রী সাদিয়া আয়মান তিনটি লাল হার্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

বলে রাখা ভালো, ‘ডিয়ার মা’ সিনেমাটি মুক্তি পাবে ১৮ জুলাই। মুক্তির আগে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। সিনেমার দুই মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয়া ও চন্দন রায় সান্যাল। ছবিতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।
ইএইচ/

