রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কঙ্গনার নগ্ন ছবি চাইতেন হৃতিক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

কঙ্গনার নগ্ন ছবি চাইতেন হৃতিক!

বলিউড নায়িকা কঙ্গনা রানাওয়াত ইন্ডাস্ট্রিতে ঠোঁট কাটা অভিনেত্রী হিসেবে বেশি পরিচিত। একসময় গুঞ্জন ওঠে বলিউডের হার্টথ্রব চিত্রনায়ক হৃতিক রোশনের সঙ্গ সম্পর্কের জড়িয়েছেন। তাবে সম্পর্ক বেশিদিন টেকেনি। সম্পর্ক ভেঙে গেলে অভিনেতার বিরুদ্ধে নানা মন্তব্য করতে শুরু করেন কঙ্গনা। যা আদালত পর্যন্ত গড়িয়েছিল। 

কঙ্গনার কথায়, হৃতিক তাঁর মন নিয়ে খেলেছেন। হৃতিক তাঁকে মিথ্যা প্রেমের জালে ফেলেছিলেন! এমনকী হৃতিকের দিকে অভিযোগের আঙুল তুলে কঙ্গনা বলেছিলেন, তাঁর জীবন নষ্ট করেছে রাকেশ রোশনপুত্র। তাই এখনও সুযোগ পেলে হৃতিককে কটাক্ষের করতে ছাড়েন না অভিনেত্রী। 

kongona_8
 
২০১৪ সালে স্ত্রী সুজান খানের সঙ্গে বিচ্ছেদ হয় হৃতিকের। তখনই অভিনেতার জীবনে আসেন কঙ্গনা। সে সময় গুঞ্জন রটে ফ্রান্সের সমুদ্র পাড়ের শহর প্যারিসে কঙ্গনাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন হৃতিক। তবে এ বিষয়ে অভিনেতা মুখ না খুললেও কঙ্গনা চুপ থাকেননি।  

প্রেমের গুঞ্জনের মধ্যেই হঠাৎই দর্শকদের সামনে ‘কৃশ ৩’ নিয়ে হাজির হন হৃতিক-কঙ্গনা জুটি। ছবিটি সুপারহিট হয়েছিল। তবে ছবির ওপর থেকে স্পটলাইটের আলো কমতেই, হৃতিকের প্রেমও গায়েব হয়ে যায় বলে অভিযোগ তোলেন কঙ্গনা। 


বিজ্ঞাপন


kongona_7

সেই সঙ্গে হৃতিকের বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন তিনি। অভিনেত্রী তখন প্রকাশ্যেই জানিয়ে ছিলেন, তাঁর ই-মেইলে হৃতিক নিয়মিত নগ্ন ছবি পাঠাতেন। শুধু তাই নয়,হৃতিক নাকি অভিনেত্রীর কাছে নগ্ন ছবি চাইতেন।   

হৃতিকের বিরুদ্ধে অভিযোগ গড়ায় আদালাত পর্যন্ত। অভিযোগের বিষয় হৃতিকের আইনজীবী জানিয়ে ছিলেন কঙ্গনার সব অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। অভিনেতা আইনে পথে হাঁটার পর, কঙ্গনা কিছুটা চুপ হয়ে যান। দুই তারকার বাক যুদ্ধ ঝড় তুলেছিল বলিপাড়ায়। আলোচনার খোরাক জুগিয়েছিল সমালোচকদের। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর